গান ও কবিতা
বাংলা গানের কথা ও কবিতার সংগ্রহ
গান ও কবিতা
বাংলা গানের কথা ও কবিতার সংগ্রহ
সোমবার, ৮ আগস্ট, ২০১৬
আমি যদি বাবা হতাম, বাবা হত খোকা
– কাজী নজরুল ইসলাম
আমি যদি বাবা হতুম, বাবা হত খোকা,
না হলে তার নামতা,
মারতাম মাথায় টোকা।।
রোজ যদি হত রবিবার !
কি মজাটাই হত যে আমার !
কেবল ছুটি ! থাকত নাক নামতা লেখা জোকা !
থাকত না কো যুক্ত অক্ষর, অংকে ধরত পোকা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
‹
›
হোম
ওয়েব সংস্করণ দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন