বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের।
 
 

খুনিদের মূল লক্ষ্য ছিল লড়াকু বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও যেন বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু, দুর্বল ও দিকনির্দেশনাহীন হয়ে পড়ে। মেধা ও নেতৃত্বশূন্য হয়ে পড়লে সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না-এমন নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই হায়েনারা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই দিনে। ডিসেম্বরের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত সে তালিকা ধরে বুদ্ধিজীবী হত্যার ঘৃণ্যতম অপকর্মটি করে এই ঘাতক চক্র।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী,অধ্যাপক গিয়াস উদ্দিন,অধ্যাপক আনোয়ার পাশা,অধ্যাপক রশীদুল হাসান, ড.আবুল খায়ের,ড.মুর্তজা,সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরো অনেকে। 


বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

চল নিরালায়

 প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

 

পরানে শয়নে নয়নে নয়নে

তুমি শুধু মনে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

 

আমি আর আমি নই

তোমাতে ডুবিয়া রই দিয়েছো পাগল করিয়া

উথাল পাথাল মন দরিয়া

পরানে শয়নে নয়নে নয়নে

তুমি শুধু মনে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

তুমি আর একা নও

আমাতে মিশিয়া রও 

দেখিয়া রাখিব তোমায়

পিয়াসী মনের গালিচায়

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

 

Tune and Music: Naved Parvez

Lyrics: Johny Haque

Singer: Ayon Chaklader and Atiya Anisha

Music Director : Jahid Nirob

Sound Design: Ripon Nath

 

Chol niralay