রুনা লায়লা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রুনা লায়লা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আমি একদিন তোমায় না দেখিলে

রুনা লায়লা,এন্ড্রু কিশোর 


আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে।। 


প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন।।
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া।।
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে 


ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার।।
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে।।
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে

ami ekdin tomay na dekhile

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

তুমি ছিলে না যখন


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ ছবি- স্ত্রী

তুমি ছিলে না যখন—
তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

রঙে রঙে ভরা, এই যে পৃথিবী তুমি আছো বলে,
এতো আসা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে।
ওগো তুমি আমার শুধু তুমি আমার,
শত অনুরাগের জোছনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

আমি চেয়ে থাকি মুখদ্দ নয়নে, তোমার চোখের পানে,
যতো কথা আছে বন্দু তোমাকে বলি গানে গানে।
আমি তোমার বুকে, রবো চিরো সুখে,
ওগো এইতো আমার সাধনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।।

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

কাল তো ছিলাম ভালো


শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবি: অন্তরে অন্তরে

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
নাচের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না
একেলা রইতে পারি না
কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না

kal to chilam valo

তুমি বড় ভাগ্যবতী


শিল্পীঃ রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি : প্রতিদান

তুমি বড় ভাগ্যবতী
না না তুমি বড় ভাগ্যবতী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
পরের বনে ফুল ফোটাতে হলাম এসে মালি
ফুলের মালিক আমি তবু আঁচল আমার খালি।
হাসি খুশি এই জীবনে হলো তোমার সাথী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
স্বামীর সোহাগ নিয়ে তুমি আছ বড় সুখে
সবই আছে ঘুম নেই তবু আমার দুটি চোখে।
দুঃখে যদি সুখ থাকে কিবা এমন ক্ষতি
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
ঘরের বাঁধন চিরতরে হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে ধরায় বুকে জ্বালা।
ধরতে তবু পেরেছ যে সুখের প্রজাপতি
আছে আমার ঘরে আধার জ্বলে তোমার ঘরে বাতি।।

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

আশা আমার ভালোবাসা


শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি : শেষ ঠিকান


আশা আমার ভালোবাসা
আশা আমার ভালোবাসা।।
তোমাকে নিয়ে গড়েছি বুকে
প্রেমেরই ছোট্ট বাসা।।
তুমি যদি নদী হও, আমি হব ঢেউ
কত ভালোবাসি আমি জানে না তো কেউ
তুমি খাচা হলে আমি পাখি হতে চাই
পিয়া পিয়া বলে শুধু ডেকে যেতে চাই
খুজেছি যারে পেয়েছি তারে পেয়েছি সুখের দিশা
তুমি আমার ভালোবাসা।
আশা আমার ভালোবাসা।
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়
এত সুখ পেয়ে যদি হারাতে হয়
আমি আছি কাছাকাছি রব চিরকাল
হব না কোনদিন চোখেরই আড়াল
যেওনা দূরে আমাকে ছেড়ে ভেংগোনা স্বপ্নবাসা ।
আশা আমার ভালোবাসা।
তুমি আমার ভালোবাসা।।

asha amar valobasha

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

এখন তো সময় ভালোবাসার


শিল্পীঃ রুনা লায়লা ও আগুন
অ্যালবামঃ কেয়ামত থেকে কেয়ামত
গীতিকারঃ আলম খান


এখন তো সময় ভালোবাসার
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা আমিও যে একা
লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়।।
পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো আভিমানে।
আমি তোমারই ও বুকের ****।।
কী ছোয়া আমাকে দিলে তুমি
রাত দিন তোমাকে ভাবি আমি।
কেন বোঝ না প্রেমেরও পাগলামি।।

একা একা কেন ভাল লাগে না

রুনা লায়লা

একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেল
আমি নিজেই তো কিছুই বুঝি না
মেঘ যদি ডাকে উতলা হয়ে
ময়ূরী নাচে হো ও….
মন খুজে যাকে সে কেন আজো আড়ালে আছে
উজাড় করে দিব সবই তারই কাছে (হো ও…)
মৌবনে মৌমাছি কেন আসে না।।
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে
ঝর ঝর ঝর্ণা মন কেউ নিলো না।।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

তুমি ছিলেনা যখন



তুমি ছিলেনা যখন চোখে ছিলনা স্বপন
ভালবাসা ছিল অজানা
তুমি আমার হলে, ভালবাসা দিলে
ওগো দিলে যে সুখের ঠিকানা


রঙে রঙে ভরা এই যে পৃথিবী তুমি আছো বলে
এতো আশা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে
ওগো তুমি আমার , শুধু তুমি আমার
শত অনুরাগের জোছনায়

তুমি ছিলেনা যখন চোখে ছিলনা স্বপন
ভালবাসা ছিল অজানা

আমি চেয়ে থাকি............




অসম্পূর্ণ

tumi chilena jokhon

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

তুমি আজ কথা দিয়েছ বলেছ


শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি: দুই জীবন


তুমি আজ কথা দিয়েছ বলেছ
ও দুটি মন ঘর বাধবে।।
একাকী জীবনে তুমি আসবে।।

পান্থ পাখি নীড়ে আসবে বুঝি ফিরে
শান্ত পৃথিবীতে থাকবে তুমি সাথে
গোধূলির মায়াতে দুটি প্রান
ভালবেসে আলো জ্বালবে।।

স্বপ্ন আশাগুলো পাপড়ি মেলে দিল
স্বর্গ হাতে এলো সুখ যে সাথী হল।
জীবনের সাজানো খেলাঘর
হাসি গানে ভরে উঠবে।।

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

মাগো তোর কান্না আমি


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ আগুন
গীতিকারঃ আহমেদ জামান চৌধুরী


মাগো তোর কান্না আমি সইতে পারি না
দোহায় মা আমার লাইগা আর কানদিস না।।
মায়ের চোখে কান্না এলে
ছেলের খুশি যায় গো চলে
সব ব্যাথা মা সহে যে তোর কান্না সহে না।।
খুজতে গিয়ে ছেলের খুশি
হারিয়ে গেছে মায়ের হাসি
মায়ের চোখের পানির দামে খুশি নিব না।।
ও আল্লাহ……. আল্লাহ তুমি আছ কোথায়
দুঃখী জনের তুমি সহায়
আমার ডাকে দাও গো সাড়া নীরব থেকো না
আমার মায়ের কান্না আমি সইতে পারি না
দোহায় ও আল্লাহ তুমি নীরব থেকো না।
তোমার দয়ার এত সুনাম
তবু আমি এতিম হলাম
আমার মত এতিম আল্লাহ কাউকে করো না।

চুপি চুপি বল কেউ

চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে।
ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই এক সাথে।।
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কী গো তোমার।
কেউ দেখবে ক্ষতি কী তাতে
কেউ জানবে যে জানে জানবে সে
না হয় ঘুম বরে না আঁখি পাতে
যদি তুমি আমি রই এক সাথে।।
কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সবই এলোমেলো।
অবুঝমনা কিছু বোঝ না
কথা মান না রাখ ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই এক সাথে।।



শিল্পীঃ মোঃ খুরশিদ আলম ও রুনা লায়লা
অ্যালবামঃ আনারকলি

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা।

পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা।

এই মাটির মায়া মিছে কায়া, কিছুই রবে না।।
*** সমন জারী রবে না বাহাদুরী
এসেছিস বাদশা হয়ে ফিরে যাবি দিন ভিখারী।

হিসাবের ষোল আনা বোঝাতে হবে মনা।

মহাজন নইলে তোরে খালাস দিবে না।।
বেচেও আছি মরে কী হবে নালিশ করে

মানুষকে কাঁদায় মানুষ এ বিধান কোন বিচারে।
দুনিয়ার বালা খানা হবে রে ফানাফানা।

সাথে ঐ কাফন ছাড়া কিছুই যাবে না।।

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

তোমাকে চাই আমি আরো কাছে



তোমাকে চাই আমি আরো কাছে
তোমাকে বলার অনেক কথা আছে
আমি বলতে পারি না মুখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি শরম লাগে লাগে উহু আহা
যদি জানাজানি হয় ভালবাসা
কেমন করে হবে মেলামেশা
মনে জাগে শুধু ভয়
যদি বেশী কিছু হয়
আমি চাইতে পারিনা চোখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি শরম এলো উহু আহা
তুমি দূরে গেলে হায় বাড়ে জ্বালা
কাছে এলে করো একি খেলা
————
রুনা লায়লা
ছায়াছবি: নসিব

আইলো দারুন ফাগুন রে



আইলো দারুন ফাগুন রে
লাগলো মনে আগুন রে
একা একা ভালো লাগে না
বনে বনে ফুলের মেলা
ভ্রমর করে খেলা
তাই দেখিয়া আমার মনে
বাড়ে আরো জ্বালা
বসন্তেরই এমন দিনে
মনের বাগান খালি
কোথায় গেলে পাবো বলো
আমার সুজন মালি
———————————
মুভি: চন্দন দ্বীপের রাজকন্যা

রুনা লায়লা

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

চুপি চুপি বল কেউ জেনে যাবে


শিল্পীঃ মোঃ খুরশিদ আলম ও রুনা লায়লা
অ্যালবামঃ আনারকলি

চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে।

ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই এক সাথে।।

যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কী গো তোমার।
কেউ দেখবে ক্ষতি কী তাতে
কেউ জানবে যে জানে জানবে সে
না হয় ঘুম বরে না আঁখি পাতে
যদি তুমি আমি রই এক সাথে।।

কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সবই এলোমেলো।
অবুঝমনা কিছু বোঝ না
কথা মান না রাখ ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই এক সাথে।।

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

যদি বউ সাজগো, আরও সুন্দর লাগবে গো




যদি বউ সাজগো, আরও সুন্দর লাগবে গো
বল বল আরো বল, লাগছে মন্দ না,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। (২)

কতদিন আমায় ভালবাসবে, মনে রাখবে
ওগো যতদিন চন্দ্র সুর্য থাকবে
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে
আমি সেদিনও রইবো তোমার পাশে

বল বল আরো বল, লাগছে মন্দ না,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। (২)

তুমি নদী হলে আমি হব সাগর,
সেই মহনায় গড়বো মিলন বাসর

তারপর বল কি হবে, কি হবে
না না বলবো না, লজ্জ্যা পাব তবে,

বল বল আরো বল, লাগছে মন্দ না,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। (২)



Mohammad Khurshid Alam & Runa Layla

Owada Movie

Jodi bou sajo go aro sundor lagbe go -

Click Here To Hear This Song