চিত্রা সিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিত্রা সিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আমার চোখের জলের মাঝে



চিত্রা সিং


আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন কমল আছে
তুমি জানো কি তা।।

দেখবো কি করে তারে
নিরব অহংকারে আমার গহন মনে
সে যে গান হয়ে বাজে।
তুমি জানো কি তা।।

কেন তুমি কাছে এলে
এত আশা দিয়ে গেলে
কোথায় রেখেছি তারে
বুঝে তুমি বোঝে না যে।
তুমি জানো কি তা।।

amar chokher joler majhe

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আকাশ মেঘে ঢাকা


শিল্পীঃ চিত্রা সিং

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

akash meghe dhaka

মনে করো যদি


শিল্পীঃ চিত্রা সিং

মনে করো যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনী ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো।।

তোমারি পথে ফুল ছড়ায়ে
কাঁটাগুলি কে দিতো সরায়ে।
হৃদয় ভরা মাধুরী নিয়ে
সাথে থেকে কে আশা জাগাতো।।

তোমারি নামে দিনেরও শেষে
দীপ জ্বালাতো কে ভালোবেসে
ছিল জীবনে হাসি হয়ে কে
ব্যাথা হয়ে কে ব্যাথা রাঙ্গাতো।।

mone koro jodi sob 

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

কোথাও যদি হারিয়ে আমি

Artist: চিত্রা সিং,
Lyrics:শ্যামল গুপ্ত,
Tune: সতীনাথ মুখোপাধ্যায়, 


কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনদিন
যেও ভুলে, আমায় যেও ভুলে
স্মৃতির মালা গেঁথো নাকো গানে, ঝড়া ফুলে
যেও ভুলে আমায় যেও ভুলে --

তারায় তারায় আমার মিতালী
রাখুক লিখে তোমার মনে
মধুর গিতালী
সারারাতির আলোক ঝড়া দুয়ার খানি খুলে
যেও ভুলে, আমায় যেও ভুলে

প্রদীপ শিখা আলোর আভাসে
ব্যাথার আঁধার তুলবে ভরে প্রানের আকাশে
অতল ছায়া দেখবে তুমি অশ্রু নদীর কূলে
যেও ভুলে, আমায় যেও ভুলে----




kothao jodi hariye ami

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

দুটি মন আর নেই দুজনার ।।


দুটি মন আর নেই দুজনার ।।
রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে।।
দুটি মন আর নেই দুজনার ।
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না ।।
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কত কথা কব যে
দুটি মন আর নেই দুজনার ।
শুকতারা বলে আমি আছি তাই
দিশাহারা হতে আর ভয় কি ।।
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রব যে
দুটি মন আর নেই দুজনার ।

duti mon ar nei dujonar