Lyrics with Song লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Lyrics with Song লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

ঝুম

মিনার রহমান

 ঝুম

তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুজি

আলো আধারির এ মায়ায়
এই অবেলায়
মন যে হারায়
চেনা মেঘে ভচেনা কত পথ
হঠাত কেনো থমকে দাঁড়ায়

তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিনমনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুজি

Click to Hear 

jhum

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

জানি আর কোনদিন ও আমার হবেনা

মনির খান

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

 পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার
সেই তুমি আজ দুরের তুমি
অন্য কেউ যে তোমার
আমি এখন দারুন একা
আহা বলার মানুষ জোটে না

পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

এতো বেশি আপন ছিলে করিনি খেয়াল
মাঝে কবে উঠে গেছে কাঁচেরই দেয়াল
তুমি এখন দেয়াল ঘেরা
ইচ্ছে হলেই ছুঁতে পারিনা


 পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

Click to Hear This

jani ar konodin o amar hobena 


 

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

তোমার নামের রোদ্দুরে

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন


তোমার নামের রোদ্দুরে
আমি দেখেছি সমুদ্দুরে
জানি না যাবো কদ্দুরে এখনো (x2)

আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনো
ফন্দি আটে মন পালাবার...
বন্দি আছে কাছে সে তোমার...

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)

হল শুরু সাত দিনে
এই খেলাধূলো রাত দিনের
জানি বারণ করার সাধ্যি নেই,
আর আমার...
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি,
বার বার

বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছে মত আমাকে সাজাও

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)

মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারণেরা আছে
নিজেকে আমি খুজেই নেব

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)


গানটি শুনতে ক্লিক করুন 

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

একচালা টিনের ঘর


একচালা টিনের ঘর
এই আপন এই পর
সবাই তো যাযাবর
তবুও বানাই ঘর

ভেতরে নেই ঠিক ঠাক
বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটা ছেড়া
সবশেষে বাশের বেড়া
জীবনের যত প্রয়োজন
তবুও মানে না মন
নানান রঙের শান্তি খোজে
না পেলে দুচোখ বুজে

এই কূলে আমার
তুমি একটাই বিশ্বাস
তোমারই এক ইশারায়
চলে যাবে নিঃশ্বাস

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ
করে দাও সব বন্ধ
ভাই ছাড়া তোমার জীবন
হয়ে যাবে অন্ধ

লেনদেন সব গুছিয়ে নাও
যার কাছে তুমি যা কিছু পাও
ঈমানের খুটি টা যেনো
না হয় তোমার যেনোতেনো

আমার মনে বিশ্বাস তাই
এ কুল ও কুল যেখানে যাই
তুমি ছাড়া বিশ্বাস নাই
তুমি ছাড়া এ কূল নাই

সময় থাকতে সাবধান হও
লেনদেন সব গুছিয়ে নাও
ঈমানের খুটিটা যেন
না হয় তোমার যেন তেন

দুদিনের এই সংসারে
কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে
শুধু ঘরটা রয় পরে
Click to Hear

শনিবার, ৯ জুলাই, ২০১৬

আহারে

শিল্পীঃ মিনার রহমান ।
নাটকঃ লাইফ এন্ড ফিওনা ।


আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে,
সে ছিল দূরে দূরে তাকিয়ে।
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে।
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে,
সে ছিল দূরে দূরে তাকিয়ে।
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও অচীন কোণে।
আকাশে বাতাসে
বসন্ত সুবাসে
কোকিলেরও কুহু ডাকে তারই ছোঁয়া।
অলিতে গলিতে
ঘরেতে বাহিরে
যেথা যাই ডাকে মোরে তারই ছায়া।
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা।
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা।
উড়িয়া উড়িয়া
ঘুরিয়া ঘুরিয়া
খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে।
এপারে ওপারে
দুয়ারে দুয়ারে
শহরের খোয়াড়ে আঁকা মিছিলে।
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা।
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা।
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে,
সে ছিল দূরে দূরে তাকিয়ে।
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে।

Click to Hear This Song

ahare

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

আমি তো্মার মনের ভেতর

হাবিব ও ন্যান্সি

আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই

এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি

এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের ফানস
তুমি ফাগুন হয়ে রঙ ছোয়ালে
মনেরো নীলাকাশ
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই

এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো আমি
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো
তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো
আমি

এ প্রনয়ে কথা দিলাম সূয্য চন্দ্র তারা
সাক্ষী থেকো মরন যেনো হয়না তো্মায় ছাড়া
আমি তো্মার
মনের ভেতর
একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা
ভালবাসো সে
কথাটা
জানতে চাই

ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই

click to hear this song

ami tomar moner vitor by Habib & Nancy