ছায়াছবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছায়াছবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

তুমি এমন কোন কথা বলনা

তুমি এমন কোন কথা বলনা
ছবি-প্রিয় তুমি
শিল্পী-কুমার শানু ও উমা খান


তুমি এমন কোন কথা বলনা
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।

জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোন স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরনে ও কোন ভয় পাইনা,
শুধু তোমাকে হারাতে চাইনা।।

যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু'হাত ধরে খুঁজে নিব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোন ছবি একোনা
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।

শনিবার, ৩ আগস্ট, ২০১৯

নাই টেলিফোন নাইরে পিয়ন

শিল্পী: পাপিয়া সারোয়ার.

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম
বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম।।
শিমূল যদি আমি হইতাম শিমূলের ডালে
শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে
বিধিরে কেনরে নারী হইতে গেলাম।।
গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা
কার দেওয়া রাখি হইল আমারও জ্বালা
সখীরে কেনরে ভালোবেসেছিলাম।।

কুসুম কলি

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

তুমি ছিলে না যখন


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ ছবি- স্ত্রী

তুমি ছিলে না যখন—
তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

রঙে রঙে ভরা, এই যে পৃথিবী তুমি আছো বলে,
এতো আসা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে।
ওগো তুমি আমার শুধু তুমি আমার,
শত অনুরাগের জোছনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

আমি চেয়ে থাকি মুখদ্দ নয়নে, তোমার চোখের পানে,
যতো কথা আছে বন্দু তোমাকে বলি গানে গানে।
আমি তোমার বুকে, রবো চিরো সুখে,
ওগো এইতো আমার সাধনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।।

আমি হবো পর যেদিন আসবে রে তোর বর


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ ছবি- দুই পয়সার আলতা



আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে মায়ের বুকে সুখে দুঃখে নানা রঙের দিন,

সে তো রয়না চিরদীন,

ওরে খেয়ায় খেলায় যায় যে বেলা ফুরায় সুখের দিন,

থাকে ভালোবাসার ঋণ।


ওরে চাঁদের কণা আমার লক্ষ্মী সোনা,

দিনে দিনে বড় হবি আসবে শুভদিন।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে স্নেহের বাধন যায় ছিড়া চোখের পলোকে,

সে যে থাকে অলোকে।

যেমন চাঁদের আলো যায় না ডাকা মেঘের পালোকে,

সে যে থাকে আলোকে।


ওরে মায়ের আদর থাকে জীবন ও ভর,

সন্তানেরা দুঃখ দিলেও হয় না মলিন।


আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।

সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

চিনতে পারলি না

টোটাল দাদাগিরি

তোকে নিয়ে বেঁচে আছি
আমি দুনিয়াটা বলে যায় পাগলামি
চিনতে পারলি না আমায়
চিনতে পারলি না - [ ২ বার ]
তোর দোলার ইচ্ছে হলে,
আমি দোলনা হয়ে যাই ...
তোর খেলার ইচ্ছে হলে ,
আমি খেলনা হয়ে যাই...
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না ..
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না …
বানিয়েছি এই বুকে,
কুড়িয়ে জমানো সুখে,
তাজমহল এর মতো ভালোবাসা এঁকে এঁকে ,
সেই কুঁড়েঘরে তোকে ,
মরে গেছি ডেকে ডেকে
চিনতে পারলি না .. ও ও .. - [ ২ বার ]
ডুবে ডুবে ভেসে আছি আমি,
দুনিয়াটা বলে যায় পাগলামি...
চিনতে পারলি না
তুই, চিনতে পারলি না ....
তোর সাথে তোর কাছে,
আমারও ছায়ারা আছে...
তোরই কথা ভেবে ভেবে
দিনে-রাতে মরে বাঁচে
সে ছবি দেখার মতো
না পড়া চিঠির মতো
তুই চিনতে পারলি না …- [ ২ বার ]
তোকে নিয়ে বেঁচে আছি আমি
দুনিয়াটা বলে যায় পাগলামি
চিনতে পারলি না আমায় ,
চিনতে পারলি না - [ ২ বার ]
তোর দোলার ইচ্ছে হলে,
আমি দোলনা হয়ে যাই ...
তোর খেলার ইচ্ছে হলে,
আমি খেলনা হয়ে যাই ...
তুই চিনতে পারলি না ,
তুই চিনতে পারলি না ..
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না …



হতে পারে না

Singers: Arindom & Prashmita Paul
Music: Arindam Chatterjee
Lyrics: Prasen

Movie: Bolo Dugga Maiki

আমি আছি গল্প তোর সাথে,
বুঝে নে...
আমি আছি বৃষ্টি মাঝরাতে,
ভিজে নে... [২ বার]

আমি আছি আয়না হয়ে তোর,
দেখে নে...
আমি আছি এক মুঠো আদর,
মেখে নে...

তোর কারনে শিখেছি গান আমি,
তোর আলোতে করেছি স্নান।
তোর পাশেতে লিখেছি নাম আমার,
তোর শহরে রেখেছি পা।

হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন ইচ্ছে তোকে ছাড়া।

হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন শব্দ তোকে ছাড়া।

যাচ্ছে চলে মন, যত দূরে,
হচ্ছে মনে তুই, সব দিকে।
তিন সত্যি করে বল, আজ আমাকে,
দেখিস, বুঝিস, এই নজরে।

তোর কারনে শিখেছি গান আমি,
তোর আলোতে করেছি স্নান।
তোর পাশেতে লিখেছি নাম আমার,
তোর শহরে রেখেছি পা।

হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন ইচ্ছে তোকে ছাড়া।

হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন শব্দ তোকে ছাড়া।

hote parena kono golpo

বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

মাগো মা ওগো মা আমারে বানাইলি তুই

শিল্পীঃ মোঃ খুরশিদ আলম
ছায়াছবি: সমাধি
বছরঃ ১৯৭৮


মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।।
আমি দুনিয়া ছাড়ি যেতে পারি
তোকে আমি ছাড়বো না
ওমা তোকে আমি ছাড়বো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।
জন্ম নিলাম তোবই কোলে
স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে
মা…………গো………… মা
জন্ম নিলাম তোবই কোলে
স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে
তোকে কাছে পেলে যাই যে ভুলে
মনের যত যন্ত্রনা
আমার মনের যত যন্ত্রনা
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা
পারবি না তুই ফাঁকি দিতে
যেখানে যাস হবে আমায় সংগে নিতে
মা…………গো………… মা
পারবি না তুই ফাঁকি দিতে
যেখানে যাস হবে আমায় সংগে নিতে
আমি তোর পাশে ঠাই যদি পাই
মরনেরে ভয় করবো না।
আমি মরনে ভয় করবো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।।
আমি দুনিয়া ছাড়ি যেতে পারি
তোকে আমি ছাড়বো না
ওমা তোকে আমি ছাড়বো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি


শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী
ছায়াছবি : মাস্তান

 এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।
ছিলাম কোথায় আমি
বলো তুমি কোথায় ছিলে।
এক পলকের দেখায়
দূর থেকে কাছে এলে
মনের টানে যদি আপন হলে
মন কেন লুকোতে চাও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।
কথা দিলাম বন্ধু
সাথী হয়ে রইবো পাশে।
তোমার তরে যদি
মরতে হয় মরব হেসে
বন্ধুর বাধনে আজ তুমি
আমায় বেধে নাও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।

সোমবার, ২০ মার্চ, ২০১৭

যে কটা দিন তুমি ছিলে পাশে


শিল্পীঃ শ্রেয়া ঘোষাল, সপ্তর্ষি মুখার্জী
ছায়াছবি- বাইশে শ্রাবণ


যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ
যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছ
তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার পর্দা উড়া বিকেল
শহর দুমড়ে মুছড়ে থাকুক অন্যদিকে
ট্রাফিকের এই ক্যাকাফোনই আমাদের স্বপ্ন চুষে খায়
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছ
যেমন জড়িয়ে ছিলে ঘুম ঘুম বরফ পাশে
আমিও খুঁজি তোমায় আমার আশে পাশে
আবার সন্ধ্যে বেলায় ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা মুখে রাখা হাসি
যে যার নিজের দেশে আমরা স্রোত কুড়োতে যাই
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা।

je kota din tumi chile

আকাশের হাতে আছে একরাশ নীল


শিল্পীঃ আঞ্জুমান আরা বেগম
ছায়াছবি- আয়না ও অবশিষ্ট
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধ
ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।
বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

 akasher haate ache

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

তুমি বড় ভাগ্যবতী


শিল্পীঃ রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি : প্রতিদান

তুমি বড় ভাগ্যবতী
না না তুমি বড় ভাগ্যবতী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
পরের বনে ফুল ফোটাতে হলাম এসে মালি
ফুলের মালিক আমি তবু আঁচল আমার খালি।
হাসি খুশি এই জীবনে হলো তোমার সাথী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
স্বামীর সোহাগ নিয়ে তুমি আছ বড় সুখে
সবই আছে ঘুম নেই তবু আমার দুটি চোখে।
দুঃখে যদি সুখ থাকে কিবা এমন ক্ষতি
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
ঘরের বাঁধন চিরতরে হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে ধরায় বুকে জ্বালা।
ধরতে তবু পেরেছ যে সুখের প্রজাপতি
আছে আমার ঘরে আধার জ্বলে তোমার ঘরে বাতি।।

সবার জীবনে প্রেম আসে

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রিজিয়া রহমান
অ্যালবামঃ স্যারেন্ডার
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।


এই মনে যত কথা বলার ছিল,
চোখের ভাষাতে বলা হল,
এই পথে যেতে যেতে দেখা হল,
এ দুটি হৃদয় আরো কাছে এল।


প্রেমের সৃতি যেন সুখের কাঁটা,
যায় না ভোলা কভু তারে।


সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।


প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।
প্রেম আছে বলে আছি অনেক আশা,
বুকের গভীরে বাধে বাসা।


প্রেমের ছবি যদি প্রাণে আঁকি
যায় না মোছা কভু তারে।

সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।
sobar jibone prem ashe

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

চুপি চুপি কিছু কথা


শিল্পীঃ কবিতা কৃষ্ণমূর্তি
ছায়াছবি মনের মাঝে তুমি
গীতিকারঃ প্রিয় চট্টপধ্যায়


চুপি চুপি কিছু কথা বলে যদি ভালবাসা স্বপ্ন আসে
দুটি চোখের দুটি তারা মিটি মিটি জ্বলে যদি চাঁদ যে হাসে
এই চোখের দুটি তারায় শুধু তুমি যে তুমি,,,,,,,,,প্রেমি, প্রেমি প্রেমি
একটু কাছে থাকায়,
একটু চোখের দেখায়
এই মনে জাগে আরো কতো যে আশা,
তুমি যে স্বাথী আমার
আমি যে প্রেমি তোমার
বলোনা বুঝবে কবে এই ভালবাসা।
কাছে থেকেও বুঝোনা হায় কেন যে শূন্য শূন্য মন
মনে মনে দিন গুনে যায় জানি না চিনবে কি কখোন…… প্রেমি, প্রেমি প্রেমি
আমি সেই ময়না পাখি, বুঝনি আজো তা কি
যখনি দুরে থাকো এই মনে শ্রাবন
তোমারি মনের আকাশ দিল সকালের আভাস
কবে সেই প্রেমের আলো পাবে এ জীবন
বুঝিনা হায় কেনো তোমার এতো যে অন্য অন্য মন
জেগে থাকি রাতে একা লাগে যে শূন্য এ ভুবন,….. প্রেমি, প্রেমি প্রেমি

chupi chupi kichu kotha

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

আরে ও প্রানের রাজা


শিল্পীঃ প্রবাল চৌধুরী ও উমা ইসলাম
অ্যালবামঃ বাদশাহ
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার

আরে ও প্রানের রাজা
তুমি যে আমার
পাশে পাশে থেকো মোর
চাই না কিছু আর।।
আরে ও আমার রানী
আমি যে তোমার
তুমি ছাড়া জীবনে
নেই তো কিছু আর
(এই বলতো )
কেন আকাশ এত নীল
তোর নীল শাড়ী সে পড়েছে
আঁচল ঢেকে পড়েছে
(আচ্ছা)
কেন ফুলে এত রূপ
তোর রূপ চুরি সে করেছে
লাজে ঢোলে পড়েছে
(হায় হায়)
তোর কথার যাদুতে
আমি মেনেছি রে হার।।
(এই বলতো)
তোর চোখে আছে কী
তোর স্বপ্ন কাজল মেখেছি
ছবি এঁকে রেখেছি
(আচ্ছা)
কোথা পেলি এত প্রেম
তোর মনের ছোয়া পেয়েছি
তাই তো ভালবেসেছি
(হই হই)
মোরা হেসে খেলে পথ
দুজনে হবো পার।।

are o praner raja

এখন তো সময় ভালোবাসার


শিল্পীঃ রুনা লায়লা ও আগুন
অ্যালবামঃ কেয়ামত থেকে কেয়ামত
গীতিকারঃ আলম খান


এখন তো সময় ভালোবাসার
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা আমিও যে একা
লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়।।
পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো আভিমানে।
আমি তোমারই ও বুকের ****।।
কী ছোয়া আমাকে দিলে তুমি
রাত দিন তোমাকে ভাবি আমি।
কেন বোঝ না প্রেমেরও পাগলামি।।

শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

পোড়া মন পোড়া মন

আহমেদ ইমতিয়াজ বুলবুল

পোড়া মন পোড়া মন

তোর প্রেমে পোড়া মন,

দিবানিশী এ মনে এমনই দহন

মুখে যায়না কহন

বুকে যায়না সহন।

ভাল লাগে তোর এই পীরিতি

পিরিতিতে মরণ ও মেনে নেব

শুধু মরন কালে তোকে

প্রাণহীন দেহ মাঝে টেনে নেবো

এ পাড়ে ও পাড়ে দু পাড়ে হবো আপন

ভালবাসি তোকে ভালবাসি

বিধাতা জানে তা কতোখানি

বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতোখানি

আধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন

Click To Hear This Song

 pora mon pora mon

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

ওই তোর মায়াবী চোখ



হে হে লা লা লালা লা লা হুম হুমম
ওই তোর মায়াবী চোখ
লা লা লালা লা লা
আচল হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
মনে মনে চেয়ে আছে
আষাঢ়ের ঘোর
মনে মনে চেয়ে আছে
আষাঢ়ের ঘোর
নেমে আয় রাত হয়ে
ঘুমালে শহর
নেমে আয় রাত হয়ে
ঘুমালে শহর
আকাশ হয়ে যা তুই
সাগর হয়ে যাব
আজ ঢেউ হয়ে যা তুই
পাথর হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
সে যেন আগে ছিল যে এল হঠাৎ
সে যেন আগে ছিল যে এল হঠাৎ
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো

oi tor mayabi chokh

শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

যেওনা সাথী

যেওনা সাথী
ও যেওনা সাথী
চলেছো একলা কোথায়
পথ খুঁজে পাবেনা কো
শুধু একা, যেওনা সাথী
ও ও যেওনা সাথী
সেইদিনের এতটুকু ভুল
নিয়ে গেছে কত দূর।।

আমারও স্বপ্নের মহল
তাই তো ভেঙ্গে যে হলো চুর
যেওনা সাথী ......
চলেছো একলা কোথায়
আর যে সইতে পারিনা পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে।।
পথ হারা পথিক কখন
ঠিকানা ফিরে পেয়েছে

যেওনা সাথী.......
চলেছো একলা.......

jeona sathi


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ দূরদেশ
সুরকারঃ গোলাম হোসেন লাদু
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

তুমি ছাড়া আমি একা

তুমি ছাড়া আমি একা
পৃথিবীটা মেঘে ঢাকা
জীবন আমার পায় গো জীবন
তুমি যখন দাও দেখা......



দুটি চোখে নেই কথা নেই
সবই যেন বলা হয়েছে
ভরা বুকে নেই আশা নেই
সবই যেন মিটে গিয়েছে


আমি খেয়া তী 
যেন তুমি, তুমি কিনারা


তুমি ছাড়া আমি একা
পৃথিবীটা মেঘে ঢাকা
জীবন আমার পায় গো জীবন
তুমি যখন দাও দেখা......

ভালোবাসা রয় জেগে  রয়
শত মরনেও মরেনা
কাছে আসা হয় যদি হয়
কভু সে বাধন  ছিঁড়েনা
দূরে গেলে তারা
দেবে, দেবে ইশারা
  
 
তুমি ছাড়া আমি একা
পৃথিবীটা মেঘে ঢাকা
জীবন আমার পায় গো জীবন
তুমি যখন দাও দেখা......

তুমি ছিলেনা যখন



তুমি ছিলেনা যখন চোখে ছিলনা স্বপন
ভালবাসা ছিল অজানা
তুমি আমার হলে, ভালবাসা দিলে
ওগো দিলে যে সুখের ঠিকানা


রঙে রঙে ভরা এই যে পৃথিবী তুমি আছো বলে
এতো আশা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে
ওগো তুমি আমার , শুধু তুমি আমার
শত অনুরাগের জোছনায়

তুমি ছিলেনা যখন চোখে ছিলনা স্বপন
ভালবাসা ছিল অজানা

আমি চেয়ে থাকি............




অসম্পূর্ণ

tumi chilena jokhon