তুমি এমন কোন কথা বলনা
ছবি-প্রিয় তুমি
শিল্পী-কুমার শানু ও উমা খান
তুমি এমন কোন কথা বলনা
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।
জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোন স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরনে ও কোন ভয় পাইনা,
শুধু তোমাকে হারাতে চাইনা।।
যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু'হাত ধরে খুঁজে নিব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোন ছবি একোনা
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।
ছবি-প্রিয় তুমি
শিল্পী-কুমার শানু ও উমা খান
তুমি এমন কোন কথা বলনা
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।
জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোন স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরনে ও কোন ভয় পাইনা,
শুধু তোমাকে হারাতে চাইনা।।
যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু'হাত ধরে খুঁজে নিব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোন ছবি একোনা
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন