Hemonto লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Hemonto লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

আমিও পথের মত হারিয়ে যাব

হেমন্ত মুখোপাধ্যায়

আমিও পথের মত হারিয়ে যাব
আমিও নদীর মত আসবোনা ফিরে আর
আসবোনা ফিরে কোনদিন
আমিও দিনের মত ফুরিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন
মন আমার বাঁধলো বাসা ব্যাথার আকাশে
পাতা ঝড়া দিনের মাঝে মেঘলা বাতাশে।
আমিও ছায়ার মত মিলিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন
যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়
ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙ্গে যায়।
চোখের আলো নিভলো যখন মনের আলো জ্বেলে
একলা এসেছি আমি একলা যাব চলে।
আমিও সুখের মত ফুরিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন।।

রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

শোন বন্ধু শোন



শোন বন্ধু শোন
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার খাঁচায়
দারুণ মর্মব্যথা।।
এখানে আকাশ নেই
এখানে বাতাস নেই।
এখানে অন্ধ গলির নরকে
মুক্তির আকুলতা।।
জীবনের ফুল মুকুলেই ঝরে
সুকঠিন ফুটপাতে
অতি সঞ্চয়ী ক্রুর দানবের
উদ্ধত পদাঘাতে
এখানে শান্তি নেই
এখানে সত্যি নেই।
প্রাসাদ-নগরী যেন বিলাসের
নিদারুণ রসিকতা।।


· শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
· অ্যালবামঃ শাপ মোচন

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

আয় খুকু আয়

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবর মত কেউ বলে না
আয় খুকু আয় খুকু আয়
আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবে না তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে
আয় খুকু আয় খুকু আয় ।

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি
মনে হয় বাব যদি বলতো আমায়
আয় খুকু আয় খুকু আয়
আয়রে আমার সাথে আয় এখনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাছ থেকে নেনা তুই আমায় কেড়ে
আয় খুকু আয় খুকু আয় ।

দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়
আরশিতে যখনই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয় খুকু আয়
আয়রে আমার কাছে আয় মামনি
সবার আগে আমি দেখি তোকে
দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয় খুকু আয় ।

ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়
আয় খুকু আয় খুকু আয়
আয়রে আমার পাশে আয় মামনি
এ হাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয় খুকু আয় ।

(সুরঃ ভি বালসারা, শিল্পীঃ হেমন্ত মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার)

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কতদিন পরে এলে kotodin pore ele


হেমন্ত মুখোপাধ্যায়


কতদিন পরে এলে
একটু বসো।
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন।।

আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে।
সেই ঝড় একটু উঠূক তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি
পায়নি যেন।।

জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা।
সেই পথ তেমনি আছে
সবুজ ঘাসে ঢাকা

চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন।।

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো

হেমন্ত মুখোপাধ্যায়

তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো

মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজে তবু তারই জবাব দিলে
এলো রাতের শেষে চুপিসারে যেন দিনের আলো

দিন যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার অনেক কথা আছে
তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ

হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে আমি বলতে জানিনা যে
আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

ও নদীরে একটি কথা

ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে |
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ! ও নদীরে...
তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই,
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে ||
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?
আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর,
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে ||

- হেমন্ত মুখোপাধ্যায়


O nodire ekti kotha shudhai shudhu tomaare