Old is Gold লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Old is Gold লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

যে ছিল দৃষ্টির সীমানায়


শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ মনিরুজ্জামান মনির

যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যত খানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝেছিলো
কি যে চায় বলেনি আমায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।

je chilo dristir simanay

সোমবার, ২০ মার্চ, ২০১৭

যেথা রামধনু উঠে হেসে


শিল্পীঃ কাদেরী কিবরিয়া ও সাবিহা মাহবুব
সুরকারঃ ভি বালসারা
গীতিকারঃ শ্যামল গুপ্ত


যেথা রামধনু উঠে হেসে
আর ফুল ফোটে ভালবেসে
বল তুমি যাবে কি গো সাথে
এই পথ গেছে সেই দেশে।
যেথা সব তিথি মধু তিথি
মধু মাস জেগে থাকে নিতি।
মন যেন প্রজাপতি হয়ে
পাখা মেলে দিয়ে চলে ভেসে।।
যেথা শুধু আলো শুধু আশা
সারাবেলা করে কানাকানি
চিরচেনা হয়ে পাশে থেকে
হয় মনে মনে জানা জানি
যেথা হাতখানি হাতে বাধা
বেনু বীনা একই সুরে সাধা।
তাই যত কথা বলা বাকি
যায় গান হয়ে তার রেশে।।

আকাশের হাতে আছে একরাশ নীল


শিল্পীঃ আঞ্জুমান আরা বেগম
ছায়াছবি- আয়না ও অবশিষ্ট
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধ
ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।
বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

 akasher haate ache

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

ও পলাশ ও শিমুল


শিল্পীঃ লতা মঙ্গেশকর
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার


ও পলাশ ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানিনা জানিনা
আমার এ ঘুম কেন ভাঙালে
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি।
ও ও বাতাস
কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে।।
যায় বেলা যাক না
আঁখি দুটি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন
যেন এল আজ সেই শুভলগ্ন।
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি।
ও ও আকাশ
কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে।।

o polash o shimul

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

একটা গান লিখো আমার জন্য

প্রতিমা মুখার্জী

একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।
সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
লিখেছি তোমায় মনের আখরে অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজো আমার মনে পড়ে যায়
এমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে কোথায় সহজ পণ্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য



 ekta gaan likho amar jonno

রানার


শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সুকান্ত ভট্টাচার্য


রানার গ্রামের ডাক হরকরা
রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের
খবরের বোঝা বয়ে সে পৌছে দেয় দোরে দোরে
কিন্তু তার খবর কে রাখে)
রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার রানার চলেছে,রানার!
রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার
কাজ নিয়েছে সে নতুন খবর আনার।।
রানার! রানার!
জানা-অজানার
বোঝা আজ তার কাঁধে,
বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে।
রানার চলেছে, বুঝি ভোর হয় হয়।
আরো জোরে, আরো জোরে, হে রানার দুর্বার দুর্জয়
তার জীবনের স্বপ্নের মত পিছে সরে যায় বন,
আরো পথ,আরো পথ-বুঝি হয় লাল ও-পূর্ব কোণ
অবাক রাতের তারারা আকাশে মিট্ মিট্ করে চায়;
কেমন করে এ রানার সবেগে হরিণের মত যায়।
কত গ্রাম, কত পথ যায় সরে সরে
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে।
হাতে লন্ঠন করে ঠন্ ঠন্, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ; রানার! এখনো রাতের কালো।
এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে
রানার! রানার!
এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?
ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে।
কত চিঠি লেখে লোকে-
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে।
এর দুঃখের চিঠি পড়বেনা জানি কেউ কোন দিনও
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ।
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে
দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি-
এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি।
রানার! রানার! কি হবে এ বোঝা বয়ে?
কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে? ।।
রানার! রানার! ভোর তো হয়েছে-আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল? ।।
রানার! গ্রামের রানার!
সময় হয়েছে নতুন খবর আনার
রানার, রানার……।।

runner 

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

ও মোর ময়না গো


শিল্পীঃ লতা মঙ্গেশকর
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সলিল চৌধুরী


ও মোর ময়না গো / ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো 
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া

কি বিরাগের রাগিনী যাও গাহিয়া

দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া

কি বিরাগের রাগিনী যাও গাহিয়া

সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?

সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?

হায়রে হায়রে বুঝি তা জানোনি

ময়না গো

ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে

কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?

ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে

কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলো পাখনা

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলো পাখনা

দাওরে দাওরে মেলে পাখনা

ময়না গো

ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো

যাবার আগে কিছু বলে গেলে না

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়

যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধু রইলে চেয়ে
কিছু কি বলার ছিল না।।
তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা
ওদের ঐ উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না।।
এত কি অভিমান, ভুল বোঝা বল কত
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে এত
কিসের অহংকারে এখনো আগেরই মত
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না।।

আমার বলার কিছু ছিল না


শিল্পীঃ হৈমন্তি শুক্লা
সুরকারঃ মান্না দে
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়



আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে

আনন্দ হাসি গান সব তুমি নিলে ।।

যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে

স্মৃতি টাই গেলে তুমি ফেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

দু’হাতে তোমার ওগো

এতকিছু ধরে গেল

ধরলো না শুধু এই স্মৃতি টা

রয়ে গেল শেষ দিন

রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতিটা

কোথা থেকে কখন যে কি হয়ে গেল

সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল

সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো

তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

DJ Rahat Feat. Dilruba Khan - Bhromor (official video)







শিল্পীঃ দিলরুবা খান
সুরকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত
গীতিকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত


ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে
ভ্রমর কইও গিয়া
ভ্রুমর রে …
কইও কইও কইওরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণহারা হইয়া রে
ভ্রমর কইও গিয়া
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া
ভ্রুমর রে …
আগে যদি জানতাম রে ভ্রমর যাইবা রে ছাড়িয়া
মাথার কেশ দুই ভাগ করে রাখিতাম বান্ধিয়া রে
ভ্রমর কইও গিয়া
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া
ভ্রুমর রে …
ভাইবে রাধা রমন বলে শোন রে কালিয়া
নিভা ছিল মনের আগুন
কে দিলা জ্বালাইয়া
ভ্রমর কইও গিয়া
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

জলে ভাসা পদ্ম আমি

Pratima Banerjee. 
Lyric: Shibdas Banerjee, 
Music: Bupen Hazarika

জলে ভাসা পদ্ম আমি
শুধুই পেলাম ছলনা
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
চুয়া চন্দন ফুলের মালা
নাইতো এ কপালে
সুখযে আমার সতীন কাঁটা
ছেড়েছে কোন কালে
বেশ বসনে কাজ কি আমার
কারে বা দেখাই
আমি কারে বা দেখাই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই

পাঁচজনে যে বলে আমায়
কলংকিনী রাধা
একুল ওকুল নাইতো আমার
পদে পদে বাধা
কে যে দেবে পাড়ের কড়ি
কোথায় তারে পাই
আমি কোথায় তারে পাই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
জলে ভাসা পদ্ম আমি
শুধুই পেলাম ছলনা
শুধুই পেলাম ছলনা
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
Click Here To Hear 

Jale Bhasha Poddo Ami 

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

আমি তার ছলনায় ভুলবো না

আমি তার ছলনায় ভুলবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
চোখে জল নিয়ে দিন গুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
পোড়া মন জ্বালাতন করে যা করুক,
লোক লাজ ভয়ে টলবো না
ক্ষমা করো বলে সাধে যে সাধুক,
আমি মিষ্টি কথায় গলব না
অজুহাত কোনো আর শুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন,
জোড়া দিলেও দাগ ঘুচবে না
কপালের যা লিখন থাকে আজীবন,
শত চেষ্টাতেও মুছবে না
সোজা পথ ছাড়া আর চলবো না,
কাজ নেই আর আমার ভালোবেসে

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

এই পথ যদি না শেষ হয়

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বল তো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হত তুমি বল তো

কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশি তে
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো

নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রানে যদি এই গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো

Singer: Hemanta Mukhopadhyay & Sandhya Mukhopadhyay
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Saptapadi (1961)

এই মেঘলা দিনে একলা

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে নাতো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রন

যূথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া
হায় হায় রে, দিন যায় রে ঘরে আঁধারে ভুবন

শুধু ঝড়ে ঝরঝর আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন

আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন

Singer: Hemanta Mukhopadhyay
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Shes Parjyanta (1960)

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা
ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা

দোল দোল মহুয়াতে নেশা আর জাগেনা
গুনগুন ভ্রমরার গান ভালো লাগেনা
জোনাকিরা দীপ জ্বেলে আর রাখবেনা

রিমঝিম নুপুরের বোল আর বাজেনা
রঙ রঙ পলাশের রঙে মন সাজেনা
বনছায়া ফুলে ফুলে আর ঢাকবেনা

Singer: Geeta Dutt
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Sathihara

রবিবার, ৩১ জুলাই, ২০১৬

নিঝুম সন্ধ্যায়

লতা মঙ্গেশকর 

নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।

আকাশ এতো মেঘলা


শিল্পীঃ সতীনাথ মুখোপাধ্যায়
অ্যালবামঃ পাষানের বুকে লিখো না
সুরকারঃ সুধীন দাসগুপ্ত

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।।
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন ।।
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর
আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।
আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে তোমারি কাছে ।।
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ ।।
পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার ।
আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

আমি ভালোবাসি মানুষকে

ভূপেন হাজারিকা

আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে
নতুন জীবনের সন্ধান পাবার জন্যে
মিলে মিশে যাই এসো জনতার এই মহারন্যে
সহস্র প্রাণেরো স্বপ্ন মিছিল নিয়ে নবীন দিগন্ত ডাকে….
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
সময়ের স্রোতে ভেসে আসা এই ছোট্ট জীবন নিয়ে
কি হবে বলো না প্রেমেরও বাধনে নিজেকে হারিয়ে দিয়ে
প্রেমেরই স্বর্গ খুজেছি আমরা এতদিন
মানুষের পৃথিবীতে হয়ে আছে চিরদিন সেতো লীন
যন্ত্রনা পেরিয়ে বঞ্চনা এরিয়ে
সূর্যতারি ছবি আঁকে আঁকে আঁকে
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে

হে দোলা হে দোলা


শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকার,গীতিকারঃ ভুপেন হাজারিকা


হে দোলা হে দোলা হে দোলা
আঁকা-বাঁকা পথে মোরা
কাঁধে নিয়ে ছুটে যাই
রাজা মহারাজাদের দোলা, ও দোলা
আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের
বিনিময়ে পথ চলে দোলা, হে দোলা
হেইয়ানা হেইয়ানা
হেইয়ানা হেইয়া।।
দোলার ভিতরে ঝলমল করে যে
সুন্দর পোষাকের সাজ
আর ফিরে ফিরে দেখি তাই
ঝিকমিক করে যে মাথায় রেশমের তাজ
হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে
একটুও জামা নেই খোলা
দু’চোখে জল এলে মনটাকে বেঁধে যে
তবুও বয়ে যায় দোলা হে দোলা।।
যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি
দেহ ভেঙ্গে ভেঙ্গে পরে হো পরে।
ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের
আমাদের ঘাম ঝরে পড়ে হো পড়ে
উঁচু ঐ পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই
ভালো করে পায়ে পা মেলা
হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে
আর দোলা যাবে নাকো তোলা
রাজা মহারাজার দোলা
বড় বড় মানুষের দোলা
ও দোলা আঁকা-বাঁকা পথে মোরা
কাঁধে নিয়ে ছুটে যাই
রাজা-মহারাজাদের দোলা
হে দোলা হে দোলা হে দোলা
হে দোলা।।

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

বঁধুয়া আমার চোখে

বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥

শ্রীকান্ত আচার্য্য
বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥ - See more at: http://www.lyricsbangla.com/lyrics-4139.html#sthash.YUCHGYME.dpuf
বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥ - See more at: http://www.lyricsbangla.com/lyrics-4139.html#sthash.YUCHGYME.dpuf