বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

তুমি ছাড়া আমি একা

তুমি ছাড়া আমি একা
পৃথিবীটা মেঘে ঢাকা
জীবন আমার পায় গো জীবন
তুমি যখন দাও দেখা......



দুটি চোখে নেই কথা নেই
সবই যেন বলা হয়েছে
ভরা বুকে নেই আশা নেই
সবই যেন মিটে গিয়েছে


আমি খেয়া তী 
যেন তুমি, তুমি কিনারা


তুমি ছাড়া আমি একা
পৃথিবীটা মেঘে ঢাকা
জীবন আমার পায় গো জীবন
তুমি যখন দাও দেখা......

ভালোবাসা রয় জেগে  রয়
শত মরনেও মরেনা
কাছে আসা হয় যদি হয়
কভু সে বাধন  ছিঁড়েনা
দূরে গেলে তারা
দেবে, দেবে ইশারা
  
 
তুমি ছাড়া আমি একা
পৃথিবীটা মেঘে ঢাকা
জীবন আমার পায় গো জীবন
তুমি যখন দাও দেখা......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন