বিপ্লব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিপ্লব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

মেয়েটি আকাশের চাঁদ


বিপ্লব,প্রমিথিউস


মেয়েটি আকাশের চাঁদ

ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ

মেয়েটি আকাশের তারা

ছেলেটি সেই তারা দেখে

দিশেহারা দিশেহারা

মেয়েটি আকাশের চাঁদ

ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ

মেয়েটি আকাশের তারা

ছেলেটি হল দিশেহারা

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই

ছেলেটির তাকে চাই চাই চাই চাই

তোমরা বল

বলনা

মেয়েটিকে কেন ছেলেটি পাবে না?


ছেলেটি কখনো ভাবেনি

মেয়েটিকে ছোঁয়া বড় দায়

বামন হয়েও ছেলেটি চাঁদের দিকে

হাত বাড়ায়

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই

মেয়েটির প্রেমে ডুবে ডুবে

ছেলেটি হাবুডুবু খায়

ছেলেটি কিন্তু জেনেশুনেই

বিষ পান যে করতে চায়

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই 

 

meyeti akasher chad

চান্দের বাত্তির কসম

শিল্পী - বিপ্লব
কথা ও সুরঃ আরমান খান


চান্দেও চিনে না, সূর্যেও চিনে না
চান্দেও চিনে না, সূর্যেও চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়
সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয় (২)
চান্দের বাতি দিয়া আমার যে ঘর সাজাইলি
সুর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘর পুড়াইলি
এখন তো চান্দের চিনে না
আমারে সুর্যও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সেও তো চিনে না
বুইজা থাকলে চোখের পাতা ঘুমকি দিয়া যায়
ঘুম পাড়ানি মাসিপিসি ঘুম যদি না দেয় (২)
চান্দের বাতি দিয়া আমায় যে ঘুম পাড়াইলি
সুর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘুম ভাঙ্গিলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সুর্যও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সে ও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সুর্যেও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সে ও তো চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না 
chander battir kosom 

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

আমি এক যাযাবর

আমি এক যাযাবর
আমার নাই ঠিকানা ঘর ,
আমার মনে আমার ব্যথা
তোমার কি খবর?
আমি ঘর ভোলা এক পথিক যেন
গাই পথেরই গান ,
তোমার প্রতি আমার কেন
এতো বেশি টান?
তোমায় নিয়ে নাউ ভাসিয়ে
হব তেপান্তর......
আমি আমার সাথে একা একা
কারও সাথে নাইরে দেখা ,
হাসি কান্নায় ভরে রাখি
আমার এই অন্তর .
সুর্য ডুবিয়া গেলে
আসে তারার মেলা
আমি নেই পাশে
তুমি কি ভালো আছো একেলা ???

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

কারে আর মন দিবি তুই

দন্তন্ন না মুধন্ন কোনটা আসল মন
কান্দে না ঐ দুই চক্ষু কান্দে দুই নয়ন
কারে আর মন দিবি তুই।
আর কারে মন দিবি তুই।
কেউ আসল জানেনা কার মনের ঠিকানা
কি বাচাইলি কি বা পাইলি
কিসে আছে সুখ
চিনলিনা আয়নার মাঝে
নিজেই নিজের মুখ
কেউ আসল জানেনা
কারো সুখের ঠিকানা
কেউ আসল জানেনা
কারো মনের ঠিকানা
মন মাজারে আছাড় খাইলি
হারাইলি রে কুল
সারাজীবন অংক কষলি
হয়নি তো তার ভুল
কেউ আসল জানেনা
কার ভুলের ঠিকানা
কেউ আসল জানেনা
কারো মনের ঠিকানা

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

নয়না বোঝে না

নয়না বোঝে না প্রেম কারে কয়
আমার মন না লইয়া যারে তারে লয়
চাঁদ জাগে তারা জাগে সবাই সুখী হয়
আমার সুখ নয়না সেতো আমার নয়।
তোম রা আমায় বলো
কিভাবে মেনে নেব
সে যদি অন্ন কারো হয়
এমন ভালবেসে কেউ বলবে না
নয়না ছাড়া জীবন আমার চলবেনা।
তোমরা আমায় বলো
কিভাবে মেনে নেব
সে যদি অন্ন কারো হয়

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বন্ধু হারা


প্রমিথিউস (বিপ্লব)
অ্যালবামঃ স্মৃতির কপাট


তোমার চোখের উদাসী আকাশে বুনোহাঁস একজোড়া
তোমার মাঝে স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া।।
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
ও আমি বন্ধুহারা আমি বন্ধুহারা, আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।

তোমার মাঝে দিক হারালো নাবিকের বড় জাহাজ
তোমার ছোঁয়ায় পৃথিবীতে পাখি গানে গানে পেল সুর আজ।।
তুমি চাইলেই রঙধনুটা…
উমম, তুমি চাইলেই রঙধনুটা রঙে রঙে থাকে ভরা
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
আমি বন্ধুহারা আমি বন্ধুহারা, আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।

পাহাড় ভেঙে ঝড়না এলো, তুমি বললে ধুছ ছাই
না না, আমি বললাম মিষ্টি মেয়ে ভালোবাসা হলো এটাই।।
তুমি চাইলেই শহর গ্রামে…
উমম, তুমি চাইলেই শহর গ্রামে জোনাক থাকে ভরা
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।

তোমার চোখের উদাসী আকাশে বুনোহাঁস একজোড়া
তোমার মাঝে স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া।।
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
ও আমি বন্ধুহারা আমি বন্ধুহার্‌ আমি বন্ধুহারা আমি বন্ধুহারা। 



ami bondhu hara by Biplob

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আকাশের মন ভাল নেই

বিপ্লব

হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না

আকা বাকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না ।।

মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না

আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই

গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে

সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে

প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না

শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাদ কথা বলে না

মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না

আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই

গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

ভুল করেছি আমি পাহাড়ি মেয়ের কথায়

মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়

মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ী জড়ায় না

উদাসী উদাস পুরে মহুয়া ছড়ায় না

মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না

আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই

গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না

আকা বাকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না

মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না

আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই

গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই----------------------------------------------
akasher mon valo nei
                                         
Click To Hear This Song