দন্তন্ন না মুধন্ন কোনটা আসল মন
কান্দে না ঐ দুই চক্ষু কান্দে দুই নয়ন
কারে আর মন দিবি তুই।
আর কারে মন দিবি তুই।
কেউ আসল জানেনা কার মনের ঠিকানা
কি বাচাইলি কি বা পাইলি
কিসে আছে সুখ
চিনলিনা আয়নার মাঝে
নিজেই নিজের মুখ
কেউ আসল জানেনা
কারো সুখের ঠিকানা
কেউ আসল জানেনা
কারো মনের ঠিকানা
মন মাজারে আছাড় খাইলি
হারাইলি রে কুল
সারাজীবন অংক কষলি
হয়নি তো তার ভুল
কেউ আসল জানেনা
কার ভুলের ঠিকানা
কেউ আসল জানেনা
কারো মনের ঠিকানা
কান্দে না ঐ দুই চক্ষু কান্দে দুই নয়ন
কারে আর মন দিবি তুই।
আর কারে মন দিবি তুই।
কেউ আসল জানেনা কার মনের ঠিকানা
কি বাচাইলি কি বা পাইলি
কিসে আছে সুখ
চিনলিনা আয়নার মাঝে
নিজেই নিজের মুখ
কেউ আসল জানেনা
কারো সুখের ঠিকানা
কেউ আসল জানেনা
কারো মনের ঠিকানা
মন মাজারে আছাড় খাইলি
হারাইলি রে কুল
সারাজীবন অংক কষলি
হয়নি তো তার ভুল
কেউ আসল জানেনা
কার ভুলের ঠিকানা
কেউ আসল জানেনা
কারো মনের ঠিকানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন