আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি
কোন অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি।।
আজ নেই যে গানের কোন ছন্দ
হল রাগিনীর দ্বার চিরবন্ধ।
স্বরবের আলেয়ারে আলো ভেবে
অন্ধকারে খুজে মরেছি, সৈকতে পড়ে আছি।।
আজ নেই যে আগের সেই দৃষ্টি
এলো দুচোখে ব্যাথার ঝড় বৃষ্টি।
জীবনের চাওয়াটাকে মুছে ফেলে
শূণ্যটাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি।।
কোন অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি।।
আজ নেই যে গানের কোন ছন্দ
হল রাগিনীর দ্বার চিরবন্ধ।
স্বরবের আলেয়ারে আলো ভেবে
অন্ধকারে খুজে মরেছি, সৈকতে পড়ে আছি।।
আজ নেই যে আগের সেই দৃষ্টি
এলো দুচোখে ব্যাথার ঝড় বৃষ্টি।
জীবনের চাওয়াটাকে মুছে ফেলে
শূণ্যটাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন