সোমবার, ১৪ মার্চ, ২০১৬

গাইবোনা আর কোনো গান

ফুয়াদ Featuring সুমন ও আনিলা


দিয়েছিলে যা নিয়ে নিতে পারো
লেখা কবিতা গাওয়া গান যত
খুঁজে দেখো না , পাবেনা কেউ আমার মত
মুছে দিওনা সুধু হৃদয়ও ক্ষত


গাইবোনা আর কোনো গান তোমায় ছাড়া
লিখবনা আমি আর তুমি হীনা কবিতা


নিজেকে আমি বুজিনি কখনো
ছিলেনা যখন , আসনি তখনও
এলে শেখালে অজানা যা ছিল
আমার মাজেই আজ আমি আলোকিত

(গাইবোনা আর কোনো গান তোমায় ছাড়া
লিখবনা আমি আর তুমি হীনা কবিতা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন