মাইলস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাইলস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

ফিরিয়ে দাও


শিল্পীঃ শাফিন আহমেদ

ব্যান্ডঃ মাইল্‌স




নিঃস্ব করেছ আমায়

কি নিঠুর ছলনায়,

তুমিহীনা এই হৃদয় আমার

একাকী অসহায়,

পেয়ে হারানোর বেদনায়

পুড়ে চলেছি সারাক্ষন

কেন তুমি মিছে মায়ায়

বেধেছিলে আমায় তখন।

ফিরিয়ে দাও আমার এ প্রেম তুমি ফিরিয়ে দাও।

ফিরিয়ে দাও হারানো দিনগুলো

এভাবে চলে যেওনা।

আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে

যত সুখ ছিল মনে

কেন মুছে দিলে।

অকারণ অভিমানে, তুমি চলে যেওনা

মায়াবী এ বাঁধন ছিড়ে,

দূরে সরে যেওনা।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

কত স্বপ্ন ছিলো দু’চোখে

কত স্বপ্ন ছিলো দু’চোখে
কত আশা ছিলো এই বুকে
কত প্রেম কত কথা
কত হাসি গান
সে হাসি নেই তো আজ
হয়ে গেছে মিলান
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো
বেদনায় কেঁদে উঠে
মন যে আমার
ব্যথার সাগরে মিশে
হয়ে একাকার
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো
কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়
স্মৃতির স্রোত এসে থমকে দাঁড়ায়
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো

ব্যান্ডঃ মাইলস।

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

হৃদয়হীনা

শিল্পীঃ শাফিন আহমেদ
সুরকারঃ মানাম আহমেদ
গীতিকারঃ মাহমুদ খুরশীদ
ব্যান্ডঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যাশা
সালঃ ১৯৯৩




কেঁদে যায় এই মন কেঁদে যায়

কেটে যায় এ জীবন কেটে যায়

ও হৃদয়হীনা

কখনো কি তোমার মনে পড়ে না

আমাকে

কত স্মৃতি মাখা দিনগুলো

কেন কুয়াশায় শুধু ঢেকে যায়

নিঃসঙ্গ এখন একাকি

দিন কেটে যায় বিরহ ব্যাথায়

ও হৃদয়হীনা

কখনো কি তোমার মনে পড়ে না

আমাকে

নিঃশব্দ নীলিমাতে যে

খুজেছি তোমায় একা নিরালায়

জানি আসবে না ফিরে যে

তবুও আশায় বসে থাকি হায়

ও হৃদয়হীনা

কখনো কি তোমার মনে পড়ে না

আমাকে

আমার রঙ্গিন কত গুলো দিন

আমার রঙ্গিন কত গুলো দিন
রয়েছে তোমার
কাছে ফিরিয়ে দাও।
না হয় আমার
হ্নদয়ে যে ব্যাথা বুকের
মাঝে জমে আছে ফিরিয়ে নাও ।
রুপকথা সম যে
সৃতি রয়েছে হাজার,
আঘাত করে কেন যায় শুধু
বারে বার ।
বড় কষ্টে জমানো ধুষর সে প্রেম
মেঘে ঢেকে গেছে তুমি নিয়ে যাও।
এরপর, যাও
চলে যাও যেখানে তুমি চাও!

রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

এ মন কেন মানেনা



এ মন কেন
মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার
কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

শূন্য বুকে এই মনে
ফিরে আসলো আবার
সোনালী স্বপ্নগুলো
কেন কাছে এসে আবার
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

সারাক্ষণ ভাবি তোমাকে
কত যে আশায়
রূপালী কোনো মাঝরাতে
প্রেমেরই কবিতা কোথায়
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

খুঁজে বেড়াও যারে তারে পাবে না রে



খুঁজে বেড়াও যারে তারে পাবে না রে
সে স্বপ্নটা ঝরে যাবে
সে স্বপ্নটা ঝরে যাবে
বাসাটা ভেঙে যাবে
এ খেলা খেলোনা না না
এ খেলা খেলোনা
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমে দু’চোখ ছুঁয়ে
যে যাবার চলে যাবে
মিছে মিছে ভালোবেসোনা

চলে গেলে তুমি বলে যেও না
ঠিকানাও লিখে রেখোনা
ঐ ভালোবাসার দেশে
কেউ ফেরেনা হেসে হেসে
কথাগুলো শুধু কথা হয়
শুধুই যে কথা
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমে দু’চোখ ছুঁয়ে
যে যাবার চলে যাবে
মিছে মিছে ভালোবেসোনা

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

তুমি নাই

শিল্পীঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যয়
সুরকারঃ হামিন আহমেদ
গীতিকারঃ মাহমুদ খুরশীদ, হামিন আহমেদ
বছরঃ ১৯৯৬


খেয়ালি রাতের আড়ালে
হলো তোমার সাথে পরিচয়
মায়াবি বাঁধনে জড়ালে
সবই ছবির মত মনে হয়
অজানা কোন ঠিকানায় হারালে
জানি না তুমি কোথায়
তোমার চোখের সেই দৃষ্টি যেন
আমায় ডেকে নিতে চায়
গোধূলির ঐ শেষ সীমানায়
অজানা কোন আশায়
জানি না পাবো কি আবার দেখা
মানে না যে মন আমার
তুমি নাই, তুমি নাই
তাই জীবনটা ভরা যে শূন্যতায়
তুমি নাই, তুমি নাই
তাই একাকি জীবনে খুঁজে বেড়াই তোমাকে
প্রথম দেখার পর মন যে শুধু
তোমার কথা ভেবে যায়
চমকে দিয়ে এক দমকা হাওয়া
তোমার কথা বলে যায়
উতলা হয়েছে আমার এ মন
জানি না পাবো কি তোমায়
তুমি নাই, তুমি নাই
তাই জীবনটা ভরা যে শূন্যতায়
তুমি নাই, তুমি নাই
তাই একাকি জীবনে খুঁজে বেড়াই তোমাকে

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

জীবনে কি পাবো (jibone ki pabo)


মাইলস
অ্যালবাম: হারজিত


চলে যায় এভাবে দিন যদি চলে যায়
আনন্দ ভালোবাসায় ক্ষতি কি জীবন যদি
হাসি গানে কেটে যায়
কি হবে কি হবে হিসাবের খাতায়

দুদিনের এই দুনিয়ায় যতটা সময় আছে

কাটাবো সুখের খেয়ায়

জীবনে কি পাবো কি পাবো না

সে কথা নিয়ে আর ভাবি না
কে তুমি উদাসী আন্মনা কি তোমার ভাবনা(২)

আমার ই মত সব ভুলে যাও

চলে এসো খুশীর মেলায়

জীবনে কি পাবো কি পাবো না

সে কথা নিয়ে আর ভাবি না
কেউ তখন পাশে থাকবেনা দেবে না স্বান্তনা

দু;খের সময় কেউ থাকবেনা দেবে না স্বান্তনা

আমার ই মত সব ভুলে যাও

চলে এসো খুশীর মেলায়

জীবনে কি পাবো কি পাবো না

সে কথা নিয়ে আর ভাবি না

তোমার আশায় tomar ashay

মাইলস
অ্যালবাম: প্রয়াস


মনের জানালা খুলে রেখেছি
শুধু তোমার আশায় আশায়
তুমি এলেনা ছুয়ে দিলে না হৃদয়।

সোনালি রোঁদে শিশির যেমন
রঙে রঙে হারায়
গোধূলি ক্ষণে আকাশ যেমন
সাঝেরও প্রদীপ জ্বালায়
আমি সেই ভোরে তোমাকে
ফিরে পেতে চাই
আমি সেই সাঁঝে তোমাকে
ফিরে পেতে চাই||

‘’বুকেরই গভীরে তুমি শুধু তুমি
সুখেরই স্বপনে তুমি শুধু তুমি’’
||বুকেরই গভীরে তুমি শুধু তুমি
আছো কি মায়া জড়িয়ে
সুখেরই স্বপনে তুমি শুধু তুমি
যেও না কভু হারিয়ে

আমি রাত জাগা প্রহরে একা ভেবে যাই
শুধু যাই ডেকে তোমাকে তুমি পাঁশে নাই||
||ফাগুনে শ্রাবণে তুমি শুধু তুমি

দিয়েছি এ মন তোমাকে
জীবনে মরনে তুমি শুধু তুমি
যেও না ভুলে আমাকে ||
||মনের জানালা খুলে রেখেছি

শুধু তোমার আশায় আশায়
তুমি এলেনা ছুয়ে দিলে না হৃদয়
আমি রাত জাগা প্রহরে
একা ভেবে যাই
শুধু যাই ডেকে তোমাকে
তুমি পাঁশে নাই||

পিয়াসী মন Piashi mon


মাইলস
অ্যালবাম: প্রবাহ


পলাতক হৃদয়ে ভাসে কার ছবি

সহসায় এলোমেলো যেন হয় সবই

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন
কে যেন কানে কানে বলে

দাও সাড়া দাও সবই ভুলে

মনেরই পরিচিত বাঁকে

থমকে দাঁড়ালাম পিছু ডাকে

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন
হৃদয়ে রিনিঝিনি বাজে

খেয়ালী কোন সুর ফিরে ফিরে

আমায় নিয়ে চলে দুরে

অজানা কোনো এক লোকালয়ে

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন

কতকাল খুজবো তোমায় kotokal khujbo tomay


মাইলস
অ্যালবাম: প্রত্যাশা




শেষ বিকেলের আলো বিষাদ সন্ধা

চলতে চলতে পথে

হঠাৎ প্রশ্ন জাগে –

কতকাল খুজবো তোমায়

আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙ্গে

চেয়ে দেখি আকাশে তাঁরার মেলা

রাতের নির্জনে গাছের পাতা এমন সময়।

হঠাৎ প্রশ্ন জাগে –

কতকাল খুজবো তোমায়

আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙ্গে

চেয়ে দেখি আকাশে জোছনা ধারা

উদাসি পাখি কাঁদে চেয়ে শুন্যতায় এমন সময়।

হঠাৎ প্রশ্ন জাগে –

কতকাল খুজবো তোমায়

আর কতকাল খুজবো তোমায়।।

কোন এক সাঝে kono ek shajhe


মাইলস
অ্যালবাম: এখনো দুচোখে বন্যা




কোন এক সাঝে দেয়া কথায়

কোন আশ্বাস সাথী করে

রংধনু রঙ্গে একেছিলে

কেন হৃদয়ের ক্যানভাসে
আমাকেও কোন মায়াজালে

অচেতন করে নিয়েছিলে

বুঝিনি সেই মন নিয়ে

কি খেলা তুমি খেলেছিলে
অবহেলা আর অনাদরে

এ হৃদয়তা ভেঙ্গে দিয়ে

কি করে বোঝাবো আমি

সবটাই তার ক্ষণ নিয়ে

বোঝাতে পারিনি

এই মনকে কিছু আমি।
অকারণ আর কারণের মায়াডরে

বাধনের সেই সুতোটা গেল ছিড়ে

পারনি তুমি নিজে বুঝতে

পারনি আমাকেও বোঝাতে

কি নিয়ে বল বেচে থাকি আমি

বোঝাতে পারিনি

এই মনকে কিছু আমি।।

সে কোন দরদিয়া shey kon dorodia


মাইলস
অ্যালবাম: প্রতিশ্রুতি




সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে
ঝড়ের রাতে আপন হয়ে আসে আমার বুকে

চাঁদের আলোয় জোয়ার আনে ভালোবাসার সুখে।।

আমার দরদিয়া এমন মধুর

চেয়ে থাকি চোখে……
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে
বুকের মাঝে বসত গড়ে কেন তবু দূরে

চাই যখন পাইনা তখন খুঁজে ফিরি তারে।।

আমার দরদিয়া এমন নিঠুর

দেখেনা তা ফিরে……
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে

ফিরে এলে না

মাইলস
অ্যালবাম: প্রতিশ্রুতি 


সুরকারঃ শাফিন আহমেদ
গীতিকারঃ কাজী ফারুক বাবুল




দিন গেল আবার দিন ফিরে এলো

সেই তুমি গেলে আর ফিরে এলে না

কোথায় আছো তুমি কেমন আছো

একবারও কেন তুমি দেখা দিলে না

দিন গেল আবার দিন ফিরে এলো
আমায় ছেড়ে যদি চলেই যাবে

ইশারায় কেন কাছে ডাকলে

এতো কাছে এসে ভালোবেসে

অজানায় কেন সরে থাকলে

জীবনটা আমার বদলে গেল

স্বপ্নগুলো আজ শূন্য হলো
তোমার চোখে আজ দুচোখ রেখে

সুখের আড়ালে বিরহ দেখি

আবার নতুন করে আসবেই তুমি

সেই আশায় পথ চেয়ে থাকি

যে মন তোমায় ভালোবেসেছিলো

আগের মতই আজো রয়ে গেল

fire ele na

চাঁদ তারা সূর্য নও তুমি



চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না,

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না।
তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।
তোমার কথা ভেবে ভেবে

আমি গল্প কবিতা আর কাব্য লিখি,

তোমার চোখে চেয়ে থেকে

সুন্দর আমার পৃথিবী দেখি।
তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।
জীবন চলার পথে জানি

তুমি প্রথম দিয়েছ দেখা,

ভুল বুঝে কোনোদিনও

আমায় তুমি করোনা একা।
তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।


মাইলস
অ্যালবাম: প্রতিশ্রুতি

অভিমানে থাকতে বলিনি (ovimane thakte bolini)

মাইলস
অ্যালবাম: দেয়াল



কি করে ভুলি তুমি আমার ছিলে

আমার ছিলে এই হৃদয় জুড়ে

এখন এখানে অথৈ আধার

নীরবতাই আছে সঙ্গী হয়ে।
ভুলে গেছো তুমি কিছুই বন্ধু আমি ভুলিনি

চলে গেছো তুমি অভিমানে থাকতে বলিনি।
চোখের বরষাই আপন হবে কোনদিন ভাবিনি

বিরহ স্মৃতি সঙ্গী হবে কখনো বুঝিনি

এসে দাঁড়াবে পাশে আমার অভিমানে কাউকেই ডাকিনি
ভুলে গেছো তুমি কিছুই বন্ধু আমি ভুলিনি

চলে গেছো তুমি অভিমানে থাকতে বলিনি।
কতটুকু দোষ ছিল আমার বলে ত যাওনি

কি নিয়ে থাকব বেচে আমি কখনো ভাবনি

এসে দাড়াবে পাশে আমার অভিমানে কাউকেই ডাকিনি
ভুলে গেছো তুমি কিছুই বন্ধু আমি ভুলিনি

চলে গেছো তুমি অভিমানে থাক তে বলিনি।।

পাহাড়ী মেয়ে (pahari meye)

পাথুরে নদীর জলে

পাহাড়ী মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপন একে দিল বলা যায় না
স্বপ্ন চোখের মাঝে

সবুজ বনানী কাপে

ছায়া ফেলে এই জল ঝরনা

অধীর ঢেউ এ তোলা

নিয়ে যায় আন্ মোনা

থেকে থেকে শুধু জল ঝরা
বাতাস আকুল হয়ে

জলের ছন্দ নিয়ে

পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না

পাখি ডাকে অচেনা

বয়ে যায় ভাবনা

স্বজন বুঝি তার ফিরে এলোনা


মাইলস
অ্যালবাম: প্রত্ত্যাশা

কি করে সব ভুলে যাই ki kore shob vule jai



প্রতি রাত ই নির্ঘুম রাত
আসেনা কিছুতেই প্রভাত
এভাবে জীবন কেটে যায় অস্থিরতায়
আমার জীবন থেকে
সুসময় কেড়ে নিয়ে
ভুলেছো সবই আমিতো
ভুলিনি তোমায়

নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই

উতসাহ নেই কাজে
পথচলা নিয়ে সংশয়
ঘুমের ওষুধ বন্ধু এখন
মেনে নিয়ে সব পরাজয়

রাত জেগে এখন তুমি
শুধুই কি আমায় ভাবো
মুখের মাঝে হাসি নিয়ে
কান্নাকে লুকিয়ে রাখো

নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই

সুনিপুণ এ প্রতারণার
প্রয়োজন কি ছিলো তোমার

জানতে তুমি তোমার পথে
বাধা হয়ে থাকবনা আর

এ জীবন পাবেনা তোমায়
তবু মনে আশা থেকে যায়
অন্য জীবনে হবে যে আমার
দিন কাটে এই ভাবনায়

নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই


মাইলস
অ্যালবাম: শেষ দেখা

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আমি ভুলবো না তোমাকে


শিল্পীঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যয়
সুরকারঃ মানাম আহমেদ
গীতিকারঃ মাহমুদ খুরশীদ


বিস্ময়! ছিলে তুমি স্বপ্ন আমার
কাছে পাবো না জানি তোমাকে তো আর
কাটত সময় কত গল্প বলে
বলতে ভালোবাসি হাতটি ধরে

আমি ভুলবো না, আমি ভুলবো না
আমি ভুলবো না তোমাকে

স্বপ্ন প্রহরগুলো মনে পড়ে যায়
সোনালী আবেগ কাছে ডাকতো আমায়
সৃতিগুলো আজ শুধু আবেশে জড়ায়
ব্যার্থ এ মন শুধু আমাকে কাঁদায়।।

প্রেম কি ছিলো না, ছিলো শুধু প্রহসন
চেয়েছি নিবিড় করে শুধু অকারণ
তোমার ছবি মনে তুমি কাছে নেই
অন্নের হয়ে গেলে খুব সহজেই
কেন থাকলে না কেন থাকলে না
কেন থাকলে না আমার হয়ে।।

দিশেহারা হয়ে পড়ে আছি তবু
পারিনি মেনে নিতে ভুলে যাবে কভু
চলে গেলে কেন একা ফেলে, আমাকে।

তোমার অবুঝ মন বুঝেনি তখন
হয়ত পারিনি হতে তোমারি মতন
হৃদয় মাঝে সৃতিচিহ্ন রেখে
প্রেমের সমাধি মনে গেলে যে এঁকে।।

কেন থাকলে না কেন থাকলে না
কেন থাকলে না আমার হয়ে

ami vulbo na tomake

রবিবার, ১ নভেম্বর, ২০১৫

আজ জন্মদিন তোমার

কথাঃ প্রিন্স মাহমুদ
কন্ঠঃ শাফিন আহমেদ
সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ দাগ থেকে যায়


আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
Miles ( শাফিন আহমেদ) - আজ জন্মদিন তোমার
aj jonmodin tomar