মাইলস
অ্যালবাম: প্রত্যাশা
শেষ বিকেলের আলো বিষাদ সন্ধা
চলতে চলতে পথে
হঠাৎ প্রশ্ন জাগে –
কতকাল খুজবো তোমায়
আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙ্গে
চেয়ে দেখি আকাশে তাঁরার মেলা
রাতের নির্জনে গাছের পাতা এমন সময়।
হঠাৎ প্রশ্ন জাগে –
কতকাল খুজবো তোমায়
আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙ্গে
চেয়ে দেখি আকাশে জোছনা ধারা
উদাসি পাখি কাঁদে চেয়ে শুন্যতায় এমন সময়।
হঠাৎ প্রশ্ন জাগে –
কতকাল খুজবো তোমায়
আর কতকাল খুজবো তোমায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন