শিল্পীঃ রুমানা ইসলাম
অ্যালবামঃ দিন যায় কথা থাকে
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান
বছরঃ ১৯৭৯
মায়ের মত আপন কেহ নাই রে
মায়ের মত আপন কেহ নাই
মা জননী নাইরে যাহার
ত্রিভুবনে তাহার কেহই নাইরে।।
এই দুনিয়ায় নয়ন মেলে
মাগো তোমায় দেখেছি
তোমার বুকে হেসে খেলে
তোমার কথাই শিখেছি।
তাই তো বলি তোমার মত
মরমী কেউ নাই মাগো
তোমার মত আপন কেহ নাই রে
মায়ের মত আপন কেহ
আমি আঘাত পাইলে তোমার
চোখ নামে পানি
সেই পানিতে ধুয়ে মাগো
কোলেতে লও টানি।
তুমি যেদিন থাকবে না মা
সেদিন আমার হবে কি
সুখে থাকি দুঃখে থাকি
কাহার আসবে যাবে কি।
তাই তো বলি তোমার মত
দরদী কেউ নাই মাগো
তোমার মত আপন কেহ নাইরে
মায়ের মত আপন কেন নাই রে
মায়ের মত আপন কেন নাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন