বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

তুই যে আমার বন্ধুরে

বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী

চন্দ্র থাকে ঐ আকাশের কোন দুরে
মাটির বুকে তুই যে আমার বন্ধুরে।
থাকলে ডানা ঠিক দুজনা চাঁদের কাছে
যেতাম উড়ে
তুই যে আমার বন্ধুরে।।

মনে পড়ে স্মৃতি গুলো কিছু কিছু
ছুটে যেতাম প্রজাপতির পিছু পিছু।
ভাবছি তোএই দিন গুলো সেই
আসবে কোন দিন কি ঘুরে
তুই যে আমার বন্ধুরে।।

আছি বন্ধু রব বন্ধু চিরদিনি
এ জীবনে একজনকেই শুধু চিনি।
ইচ্ছেগুলো দিচ্ছে বলে
থাকনা একেলা মন জুড়ে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন