বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

ঘুম ঘুম রাত

ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার।
ঐ চাঁদের তিথিতে বরণ করি এই মধুর তিথিরে স্মরণ করি
ওগো মায়া ভরা রাত ( আর ) ওগো মায়াবিনী চাঁদ।।
বাতাসের সুরে শুনেছি বাঁশী তার
সব কথা গান সুরে সুরে রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুলছায়
কোথায় সে কতদূর জানিনা ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনের বাসর গড়ি, এই চাঁদের তিথিরে বরণ করি।।


শিল্পীঃ সন্ধ্যা মুখোপাধ্যায়
অ্যালবামঃ সবার উপরে
সুরকারঃ রবীন চট্টোপাধ্যায়
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৫৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন