সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

রূপকথা


আহসান হাবীব
খেলাঘর পাতা আছে এই এখানে,
স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে।
এখানে রাতের ছায়া ঘুমের নগর,
চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর।
এইখানে খেলাঘর পাতা আমাদের,
আকাশের নীল রং ছাউনিতে এর।
পরীদের ডানা দিয়ে তৈরি দেয়াল,
প্রজাপতি রং মাখা জানালার জাল।
তারা ঝিকিমিকি পথ ঘুমের দেশের,
এইখানে খেলাঘর পাতা আমাদের।
ছোট বোন পারুলের হাতে রেখে হাত,
সাতভাই চম্পার কেটে যায় রাত।
কখনও ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর,
ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর।
এই খানে আমাদের মানা কিছু নাই,
নিজেদের খুশি মত কাহিনী বানাই।

1 টি মন্তব্য:

  1. নামহীন১০:৪৪ PM


    রূপকথা

    আহসান হাবীব
    খেলাঘর পাতা আছে এই এখানে,
    স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে।
    এখানে রাতের ছায়া ঘুমের নগর,
    চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর।
    এইখানে খেলাঘর পাতা আমাদের,
    আকাশের নীল রং ছাউনিতে এর।
    পরীদের ডানা দিয়ে তৈরি দেয়াল,
    প্রজাপতি রং মাখা জানালার জাল।
    তারা ঝিকিমিকি পথ ঘুমের দেশের,
    এইখানে খেলাঘর পাতা আমাদের।
    ছোট বোন পারুলের হাতে রেখে হাত,
    সাতভাই চম্পার কেটে যায় রাত।
    কখনও ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর,
    ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর।
    এই খানে আমাদের মানা কিছু নাই,
    নিজেদের খুশি মত কাহিনী

    উত্তরমুছুন