সন্ধ্যা মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সন্ধ্যা মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

আমি তার ছলনায় ভুলবো না

আমি তার ছলনায় ভুলবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
চোখে জল নিয়ে দিন গুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
পোড়া মন জ্বালাতন করে যা করুক,
লোক লাজ ভয়ে টলবো না
ক্ষমা করো বলে সাধে যে সাধুক,
আমি মিষ্টি কথায় গলব না
অজুহাত কোনো আর শুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন,
জোড়া দিলেও দাগ ঘুচবে না
কপালের যা লিখন থাকে আজীবন,
শত চেষ্টাতেও মুছবে না
সোজা পথ ছাড়া আর চলবো না,
কাজ নেই আর আমার ভালোবেসে

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

এই পথ যদি না শেষ হয়

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বল তো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হত তুমি বল তো

কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশি তে
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো

নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রানে যদি এই গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো

Singer: Hemanta Mukhopadhyay & Sandhya Mukhopadhyay
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Saptapadi (1961)

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

এ শুধু গানের দিন | E Shudhu Ganer Din


এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ তিথি শুধুগো যেন
দখিন হাওয়ার ।
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -

এ লগনে দুটি পাখি
মুখোমুখি -
নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয় ।
এ লগনে দুটি পাখি
মুখোমুখি -
নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয় ।
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -

এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই ।
এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই ।
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -


সিনেমাঃ পথে হল দেরি (১৯ ৫৭)
শিল্পীঃ  সন্ধ্যা মুখোপাধ্যায়
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

খোলা আকাশ কি

সন্ধ্যা মুখোপাধ্যায়

খোলা আকাশ কি ওতো ভালো লাগতো
যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো।
বলো জীবন কি সুন্দর হতো এমন
যদি একটুও ব্যাথা নাই থাকতো।
যদি সারাক্ষণ থাকতাম সামনেই
আমি দেখতাম আর আমার দাম নেই
যেন মাঝে মাঝে আরালে না হারালে
এই মন কি এমন মনে রাখতো।
বলো জীবন কি সুন্দর হতো এমন
যদি একটুও ব্যাথা নাই থাকতো।
পাতা ঝরে যাই
আবার রিক্ত শাখা সবুজের শোভা দিয়ে সাজাতে
সুর থেমে যাই
আবার আঘাথ হেনে সেতারের তার গুলো বাজাতে
সাদা কাগজের মুল্যটা কত আর
কালির আচর না টানা হলে বুকে তার
শুধু আলোটা কে কেও ভালোবাসত
যদি ছায়া নাই আলপনা আকঁতো।"

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

ঘুম ঘুম রাত

ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার।
ঐ চাঁদের তিথিতে বরণ করি এই মধুর তিথিরে স্মরণ করি
ওগো মায়া ভরা রাত ( আর ) ওগো মায়াবিনী চাঁদ।।
বাতাসের সুরে শুনেছি বাঁশী তার
সব কথা গান সুরে সুরে রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুলছায়
কোথায় সে কতদূর জানিনা ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনের বাসর গড়ি, এই চাঁদের তিথিরে বরণ করি।।


শিল্পীঃ সন্ধ্যা মুখোপাধ্যায়
অ্যালবামঃ সবার উপরে
সুরকারঃ রবীন চট্টোপাধ্যায়
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৫৫