বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

আমার মনের ঘরে একটু একটু করে

F.A Sumon & Suhana Dewan
Lyric: Sathi Akhter
Tune & Music: F.A Sumon 

আমার মনের ঘরে 
একটু একটু করে 
ভালবাসার ঘর বুনেছি 
রঙিনস্বপ্ন দিয়ে 
যেমন করে পাখি বাধে 
নিজের সুখের ঘর 
সুতো ছাড়া গুনোই বুনা 
ভার ভালবাসার ঘর ।

আমার মনের ঘরে 
একটু একটু করে ।
যেমন করে চাদের বুকে
লুকিয়ে থাকে তারা
দেখতে যেন কেউনা পারে
ঐ না চাদ ছাড়া 

ও ও ও আমার মনের ঘরে 
একটু একটু করে 

যেমন করে ঝিনুক মাঝে
লুকিয়ে থাকে  মুক্তো
তেমনি করে আমার হৃদয়
তোমার সাথে যুক্ত

আমার মনের ঘরে 
একটু একটু করে 
ভালবাসার ঘর বুনেছি 
রঙিনস্বপ্ন দিয়ে 

amar moner ghore

Click to Hear

 


৩টি মন্তব্য:

  1. অনেক ভাল লাগলো আপনাদের এই পোস্টগুলো
    মাফ করবেন আপনাদের এই গান অনেক গুলো কপি করে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেছি

    উত্তরমুছুন
  2. সুন্দর হয়েছে

    উত্তরমুছুন