F.A Sumon & Suhana Dewan
Lyric: Sathi Akhter
Tune & Music: F.A Sumon
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙিনস্বপ্ন দিয়ে
যেমন করে পাখি বাধে
নিজের সুখের ঘর
সুতো ছাড়া গুনোই বুনা
ভার ভালবাসার ঘর ।
আমার মনের ঘরে
একটু একটু করে ।
যেমন করে চাদের বুকে
লুকিয়ে থাকে তারা
দেখতে যেন কেউনা পারে
ঐ না চাদ ছাড়া
ও ও ও আমার মনের ঘরে
একটু একটু করে
যেমন করে ঝিনুক মাঝে
লুকিয়ে থাকে মুক্তো
তেমনি করে আমার হৃদয়
তোমার সাথে যুক্ত
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙিনস্বপ্ন দিয়ে
amar moner ghore
Click to Hear
Lyric: Sathi Akhter
Tune & Music: F.A Sumon
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙিনস্বপ্ন দিয়ে
যেমন করে পাখি বাধে
নিজের সুখের ঘর
সুতো ছাড়া গুনোই বুনা
ভার ভালবাসার ঘর ।
আমার মনের ঘরে
একটু একটু করে ।
যেমন করে চাদের বুকে
লুকিয়ে থাকে তারা
দেখতে যেন কেউনা পারে
ঐ না চাদ ছাড়া
ও ও ও আমার মনের ঘরে
একটু একটু করে
যেমন করে ঝিনুক মাঝে
লুকিয়ে থাকে মুক্তো
তেমনি করে আমার হৃদয়
তোমার সাথে যুক্ত
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙিনস্বপ্ন দিয়ে
amar moner ghore
Click to Hear
অনেক ভাল লাগলো আপনাদের এই পোস্টগুলো
উত্তরমুছুনমাফ করবেন আপনাদের এই গান অনেক গুলো কপি করে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেছি
No Problem. You can share, Thank You
উত্তরমুছুনসুন্দর হয়েছে
উত্তরমুছুন