অর্থহীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্থহীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

চাইতেই পারো


অর্থহীন
 
চাইতেই  পারো জোছনা
কুয়াশা ঢাকা
চাইতেই পারো ঘরের সিলিং-এ
সন্ধ্যা তারা
এক মুঠো গোলাপ
আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ
অথবা এই রাত
চাইতেই পারো আমার
নেট-এর পাসওয়ার্ড
চাইতেই পারো শীতের রাতে
আমার সুয়েটার
এক মুঠো গোলাপ
আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ
অথবা এই রাত
যত খুশি ভাবো তুমি
দিবা স্বপ্ন দেখো
পাবেনা তুমি কোনো কিছুই
মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না
দেখাও যতই
তোমার জন্য নয় আমার
কোনো কিছুই
চাইতে পারো আমার লেখা
সব গুলো গান
চাইতেই পারো ওয়ান ডে ম্যাচ-এ
সাড়ে চারশো রান
এক মুঠো গোলাপ
আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ
অথবা এই রাত
যত খুশি ভাবো তুমি
দিবা স্বপ্ন দেখো
পাবেনা তুমি কোনো কিছুই
মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না
দেখাও যতই
তোমার জন্য নয় আমার
কোনো কিছুই
যত খুশি ভাবো তুমি
দিবা স্বপ্ন দেখো
পাবেনা তুমি কোনো কিছুই
মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না
দেখাও যতই
তোমার জন্য নয় আমার
কোনো কিছুই

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

আমার ক্লান্তি amar klanti


আর পারি না আর পারি না
আমার ভীষণ ক্লান্ত লাগে
আর জমে না আর জমে না
রঙ্গীন স্বপ্ন মনের তলে


যা আছে আর যা কিছু নেই
যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায়
আর পারি না আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

তোমার তুমি তোমাতে নেই
আমার আমি হচ্ছি বিলীন
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি
জমছে ধুলো ভালবাসায়

বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
বৃষ্টি আমার চোখের পাতায়
আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

অতীত এবার বিদায় জানায়
জল টলমল বর্তমান আর
আগামীকে দেখছি এবার
ঘনিয়ে আশা সন্ধ্যা বেলায়

যাচ্ছে ধুয়ে সব কথা সুর
সব ঝংকার গানের খাতায়
আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

রাত্রি নামে নীরেট নিকস
ধুসর স্মৃতি ক্লান্ত দিবস
ঘুমায় আঁধার তুমি ঘুমাও
বৃষ্টি পালায় ঝড় থেমে যায়
শীউলি ফুলের সুবাস মেখে
আমার এ রাত বয়ে যায়
আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

Amar Klanti  by Aurthohin 

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

আমার প্রতিচ্ছবি


শিল্পীঃ সুমন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ বিবর্তন 

মুখটা তুলে আকাশটাকে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই পাশে পাশে


মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষন
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন


রাতের আকাশ ভরা তারা
হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তোবা ঝড়ে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ


দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে উঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মত করে


ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায় তাকিয়ে দেখো তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি


রাতের আকাশ ভরা তারা
হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তোবা ঝড়ে যাবে
থাকবো আমি হয়ে নীল আকাশ
নীল আকাশ·······

amar proticchobi

mukhta tule akash take