Subir Nandi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Subir Nandi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে


শিল্পীঃ সুবীর নন্দী ও শাম্মী আখতার
অ্যালবামঃ কাজল লতা (১৯৮২)


এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে
হায় তুমি কোথায় ।।
ভালবাসার রঙ্গে রঙ্গে ।।
আমি সাজাবো তোমায়
তুমি কোথায় ।।
এমন করে ডাকো যদি ।।
আমার ঘরে থাকাই দায়
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়
ও ও ও……
তুমি সাথী হয়ে এলে
আমি নয়ন ভরে জীবন ভরে
রাখবো তোমায় আপন করে
সুখে দুঃখে দেখনবো তোমায়
প্রেমের প্রদীপ জ্বেলে
আমি চীর সাথী হয়ে এলাম
চির দিনের আশায় ।।
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়
ও ও ও……
আমি থাকি বা না থাকি
তবু বাতাস হয়ে সুবাশ হয়ে
তোমায় কাছে আসবো বয়ে
গানে গানে ডাকবো তোমায়
হয়ে বনের পাখী
আমি বুকের মাঝে রাখবো তোমায়
বুকের ভালোবাসায় ।।
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

হাজার মনের কাছে প্রশ্ন রেখে


হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ফুলে যা সৌরব

আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।


· শিল্পীঃ সুবীর নন্দী
·

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

পাখিরে তুই দূরে থাকলে



পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকূল হয়ে
মরে যেতে চায়
পাখিরে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখিরে তুই. . .
পাখিরে তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে
মনে মনে তোমায় ডাকি সারাবেলা
তা কি জানো না
যদি কোনদিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
একা একা রব নিরালায়
পাখিরে তুই কবে আমার
আপন হবি কিছুই জানি না
pakhire tui dure thakle
——————————–
সুবীর নন্দী