মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে


শিল্পীঃ সুবীর নন্দী ও শাম্মী আখতার
অ্যালবামঃ কাজল লতা (১৯৮২)


এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে
হায় তুমি কোথায় ।।
ভালবাসার রঙ্গে রঙ্গে ।।
আমি সাজাবো তোমায়
তুমি কোথায় ।।
এমন করে ডাকো যদি ।।
আমার ঘরে থাকাই দায়
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়
ও ও ও……
তুমি সাথী হয়ে এলে
আমি নয়ন ভরে জীবন ভরে
রাখবো তোমায় আপন করে
সুখে দুঃখে দেখনবো তোমায়
প্রেমের প্রদীপ জ্বেলে
আমি চীর সাথী হয়ে এলাম
চির দিনের আশায় ।।
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়
ও ও ও……
আমি থাকি বা না থাকি
তবু বাতাস হয়ে সুবাশ হয়ে
তোমায় কাছে আসবো বয়ে
গানে গানে ডাকবো তোমায়
হয়ে বনের পাখী
আমি বুকের মাঝে রাখবো তোমায়
বুকের ভালোবাসায় ।।
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন