মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

চুপি চুপি বল কেউ

চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে।
ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই এক সাথে।।
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কী গো তোমার।
কেউ দেখবে ক্ষতি কী তাতে
কেউ জানবে যে জানে জানবে সে
না হয় ঘুম বরে না আঁখি পাতে
যদি তুমি আমি রই এক সাথে।।
কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সবই এলোমেলো।
অবুঝমনা কিছু বোঝ না
কথা মান না রাখ ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই এক সাথে।।



শিল্পীঃ মোঃ খুরশিদ আলম ও রুনা লায়লা
অ্যালবামঃ আনারকলি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন