মান্না দে
আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম।
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম। (ও)
কেন যে তোমার বুকের দীর্ঘশ্বাস ছড়ালাম।।
সকলেই অঝোর ধারার বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই সারা জীবন রয়
আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম। (ও)
কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম।।
চাইলেই মনের মত মন কি সবাই পায়
জীবনে অনেক কিছুই শুন্য রয়ে যায়
আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম। (ও)
সমব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম।।
আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম।
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম। (ও)
কেন যে তোমার বুকের দীর্ঘশ্বাস ছড়ালাম।।
সকলেই অঝোর ধারার বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই সারা জীবন রয়
আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম। (ও)
কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম।।
চাইলেই মনের মত মন কি সবাই পায়
জীবনে অনেক কিছুই শুন্য রয়ে যায়
আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম। (ও)
সমব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন