Fakir Alomgir লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Fakir Alomgir লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

ও সখীনা গেসস কিনা


শিল্পীঃ ফকির আলমগীর
সুরকার,গীতিকারঃফকির আলমগীর


আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
এবার বানে সোনাফলা মাঠ হইল ছারখার
দেশ-গেরামে শেষে নামে আকাল হাহাকার।।
আমরা মরি কি আসে যায়
মহাজনে পাওনা টা চায়
বেবাক ফসল তুইলা দিলাম আমরা তাগোর খামারে।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
জলার পাশে কলাগাছের ছায়া সারি সারি।।
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারি।।
হাজার ঠেকায় গরীব ঠকায় তাকায় রাঙ্গা চোখে
মিডা কথা কয়নাতো কেউ আমরা ছোডলোকে।।
লক্ষ মশার উৎপাতে
রাত কাটেনা ফুটপাতে।।
লয় মনে আজ বদলা লমু উইড়া যামু তোর ধারে।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে।

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মায়ের এক ধার দুধের দাম

ফকির আলমগীর

মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণের
শোধ হবে না
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা গো, পিতা আনন্দে
মাতিয়া,সাগরে ফেলিয়া,
সেই যে চইলা গেল ফিরা
আইল না,
মায়ের ধরিয়া যঠরে, কত কষ্ট
করে, দশ মাস দশ দিন পরে গেল
বেদনা,
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা গো,
কি বলব প্রসবের ব্যাথা, মা
বিনে সেই ব্যাথা কেউ তো বুঝলনা মা গো,
মায়ের ঠেকিয়া সন্তানের
দায়,
অকালে মা প্রান হারায়।
কেন সে মায়ের ভক্তি
রাখনা? আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণের
শোধ হবে না।
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা গো,

 mayer ek dhar 

মায়ের এক ধার দুধের দাম

ফকির আলমগীর

মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণের
শোধ হবে না
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা গো, পিতা আনন্দে
মাতিয়া,সাগরে ফেলিয়া,
সেই যে চইলা গেল ফিরা
আইল না,
মায়ের ধরিয়া যঠরে, কত কষ্ট
করে, দশ মাস দশ দিন পরে গেল
বেদনা,
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা গো,
কি বলব প্রসবের ব্যাথা, মা
বিনে সেই ব্যাথা কেউ তো বুঝলনা মা গো,
মায়ের ঠেকিয়া সন্তানের
দায়,
অকালে মা প্রান হারায়।
কেন সে মায়ের ভক্তি
রাখনা? আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণের
শোধ হবে না।
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা গো,

 mayer ek dhar