হাসান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাসান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

শীত নয় গ্রীষ্ম এসেছে বসন্ত

 

          হাসান

শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত
শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত
আমার এ প্রেম তোমার প্রেম রবে যে অনন্ত
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে বেধেছে নতুন জুটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত
আমার এ প্রেম তোমার প্রেম রবে যে অনন্ত
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে বেধেছে নতুন জুটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
রোদ নয় বৃষ্টি নয় রাঙ্গাবো দিগন্ত
রোদ নয় বৃষ্টি নয় রাঙ্গাবো দিগন্ত
টংকা বাজিয়ে বাসর সাজিয়ে রবোনা ঘুমন্ত
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে বেধেছে নতুন জুটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
রোদ নয় বৃষ্টি নয় রাঙ্গাবো দিগন্ত
টংকা বাজিয়ে বাসর সাজিয়ে রবোনা ঘুমন্ত
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে বেধেছে নতুন জুটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
ছাই নয় দাস্য নয় হৃদয়টা জলন্ত
ছাই নয় দাস্য নয় হৃদয়টা জলন্ত
সুখের আগুনে পুড়বো দুজনে রবো যে জীবন্ত
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে বেধেছে নতুন জুটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
ছাই নয় দাস্য নয় হৃদয়টা জলন্ত
সুখের আগুনে পুড়বো দুজনে রবো যে জীবন্ত
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে বেধেছে নতুন জুটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি
তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি

রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

এক গল্প বলি

শিল্পী হাসান

এ্যালবাম স্রোত

এক গল্প বলি
দুটি হৃদয়ের গল্প সে তো রুপকথা নয়
এক দারুন ঝড়ে
নিবিড় বাঁধন হায় অকারণ
কেন ভেঙ্গে যায়
কি করে হাসি রুপান্তরিত 
শুধু কান্নায়
ভুলে গেছি সব
তবুও বিশাদ কিছু থেকে যায়
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
সাধারণ জীবনে ছিল
স্বপ্ন অপার
সে সপ্ন বৃষ্টি হল
দু চোখে আমার
যে মানুষ ভালবেসেছে
শুধু সে জানে
ও না পাওয়ার যন্ত্রণাই
ঝড় বয়ে আনে
কি করে হাসি রুপান্তরিত
শুধু কান্নায়
ভুলে গেছি সব
তবুও বিশাদ কিছু থেকে যায়
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
এক গল্প বলি
দুটি হৃদয়ের গল্প সে তো রুপকথা নয়
এক দারুন ঝড়ে
নিবিড় বাঁধন হায় অকারণ
কেন ভেঙ্গে যায়
কি করে হাসি রুপান্তরিত 
শুধু কান্নায়
ভুলে গেছি সব
তবুও বিশাদ কিছু থেকে যায়
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে

ek golpo boli


সোমবার, ২০ মার্চ, ২০১৭

কবিতার মতো সে চোখ দুটো

হাসান

কবিতার মতো সে চোখ দুটো
এখন কোথায় তোমার?
যে চোখে অপলক দৃষ্টিতে
আমায় আপ্লুত করে রাখতে।
কবিতার মতো তাকিয়ে থাকা
এখন কোথায় বাঁধা পড়লো?
যে দৃষ্টিতে ছিলো শুধু আবেগ
যে চোখে আমায় ভালোবাসতে।
মনে পড়ে অলস প্রহর আমার
তোমারই কোমল ছোঁয়ায় প্রাণ পেতো।
হঠাৎ ভাঙনের ঝড় কেন এলো?
কেন দুটি জীবন করে দিয়ে এলোমেলো?
ভুলে গিয়ে অতীতের সব ভুল
যদি আবার শুরু থেকে শুরু করা যায়।
কেন দুটি হৃদয়ে প্রেম আসে?
কেন যে মানুষ বারেবার ভালবাসে?

kobitar moto she chokh duto

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

শীত নয় গ্রীষ্ম নয়

হাসান


শীত নয় গ্রীষ্ম নয়
এসেছে বসন্ত
আমার প্রেম, তোমার প্রেম
রবে যে অনন্ত
ফুলে ফুলে উড়ে, প্রজাপতি উড়ে
বেধেঁছে নতুন জুটি
তোমায় আমি ভালবাসি
অজুত-লক্ষ-নিজুত-কোটিরোদ নয় বৃষ্টি নয়
রাঙাবো দিগন্ত
ফটকা বাজিয়ে বাসর সাজিয়ে
রবো না ঘুমন্ত
ছাঁই নয় ভষ্ম নয়
হৃদয়টা জ্বলন্ত
সুখের আগুনে পুড়বো দুজনে
রবো যে জীবন্ত

আমি পাহাড়ের চূড়ায়


হাসান


আমি পাহাড়ের চূড়ায়

দাঁড়াতে পারি ঠায়

আমি সাগরের উত্তাল

তরঙ্গ ভেদে যাই

আমি মরুময় পাড়ে

পাড়ি জমাতে চাই

যদি ও পাড়ের শীতলে

তোমার চিহ্ন রয়

একটু ভিতু নয়

বুনো হিংস্রতায়

এনে দেব ছিনিয়ে

যত দুর্লভ যা চাই

শত রাত্রি বিনিদ্র

যাপন

পারি অবলীলায়,

নির্মল ভোরে

তোমার হাসির

প্রতীক্ষায়

ঝিরি ঝিরি বর্ষণে

প্রদীপ শিখা জ্বেলে

জেগে রব একলা

হৃদয় উষ্ণতায়,

সীমানা ছাড়িয়ে সুদূরে

হাজারো মানুষের ভীড়ে

হারিয়ে কি গেছ

জানিনা

খুজে পেতে যেতে দূর

অজানায়।