বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
যেওনা সাথী
যেও না সাথী
ও যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
পথহারা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
বুক চিনচিন করছে হায়
শিল্পীঃ এন্ড্র কিশোর ও ডলি সায়ান্তনী
ছবিঃবাস্তব
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে x2
আগুনে যাব পুড়ে,
রয়েছ কেন দূরে, x2
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়..
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,x2
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
আমি একদিন তোমায় না দেখিলে
বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
তুমি এমন কোন কথা বলনা
ছবি-প্রিয় তুমি
শিল্পী-কুমার শানু ও উমা খান
তুমি এমন কোন কথা বলনা
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।
জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোন স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরনে ও কোন ভয় পাইনা,
শুধু তোমাকে হারাতে চাইনা।।
যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু'হাত ধরে খুঁজে নিব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোন ছবি একোনা
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।
মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
এমনতো প্রেম হয়
দুই পয়সার আলতা
রবিবার, ৫ আগস্ট, ২০১৮
শত্রু তুমি বন্ধু তুমি
- শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
- ছায়াছবি : অনুরাগ
- সুরকারঃ সুবল দাস
- গীতিকারঃ ড. মোঃ মনিরুজ্জামান/ মাসুদ করিম
শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা
তোমার দেয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা
তুমি আমার সাধনা
যে চোখে তোমার প্রেমের কাজল
সে চোখে আবার কিসের অনল
স্বপ্ন হয়ে পিছু ডাকো
দুঃখ দিয়ে দূরে রাখো
তুমি আমার পূর্ণিমা চাঁদ
রাত্রি দিনের যন্ত্রণা।।
যে হাতে তোমার পরম মালা
সে হাতে আবার মরণ জ্বালা
বন্ধু তোমাকে ভাবতে গেলে
শত্রু হয়ে যে দেখা মেলে
ভালোবেসে শূন্য হলাম
এইতো আমার সান্ত্বনা।।
shotru tumi bondhu tumi
মঙ্গলবার, ২২ মে, ২০১৮
যে কটা দিন তুমি ছিলে পাশে
শিল্পীঃ শ্রেয়া ঘোষাল, সপ্তর্ষি মুখার্জী
ছায়াছবি বাইশে শ্রাবণ
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ
দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছ
আমিও গল্প সাজাই তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার পর্দা উড়া বিকেল
শহর দুমড়ে মুছড়ে থাকুক অন্যদিকে
ট্রাফিকের এই ক্যাকাফোনই আমাদের স্বপ্ন চুষে খায়
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
আমিও খুঁজি তোমায় আমার আশে পাশে
বুকে পাথর রাখা মুখে রাখা হাসি
যে যার নিজের দেশে আমরা স্রোত কুড়োতে যাই
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা।
সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
চিনতে পারলি না
হতে পারে না
Music: Arindam Chatterjee
Lyrics: Prasen
Movie: Bolo Dugga Maiki
আমি আছি গল্প তোর সাথে,
বুঝে নে...
আমি আছি বৃষ্টি মাঝরাতে,
ভিজে নে... [২ বার]
আমি আছি আয়না হয়ে তোর,
দেখে নে...
আমি আছি এক মুঠো আদর,
মেখে নে...
তোর কারনে শিখেছি গান আমি,
তোর আলোতে করেছি স্নান।
তোর পাশেতে লিখেছি নাম আমার,
তোর শহরে রেখেছি পা।
হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন ইচ্ছে তোকে ছাড়া।
হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন শব্দ তোকে ছাড়া।
যাচ্ছে চলে মন, যত দূরে,
হচ্ছে মনে তুই, সব দিকে।
তিন সত্যি করে বল, আজ আমাকে,
দেখিস, বুঝিস, এই নজরে।
তোর কারনে শিখেছি গান আমি,
তোর আলোতে করেছি স্নান।
তোর পাশেতে লিখেছি নাম আমার,
তোর শহরে রেখেছি পা।
হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন ইচ্ছে তোকে ছাড়া।
হতে পারে না,
কোন গল্প তোকে ছাড়া।
হতে পারে না,
কোন শব্দ তোকে ছাড়া।
hote parena kono golpo
বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
মাগো মা ওগো মা আমারে বানাইলি তুই
ছায়াছবি: সমাধি
বছরঃ ১৯৭৮
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।।
আমি দুনিয়া ছাড়ি যেতে পারি
তোকে আমি ছাড়বো না
ওমা তোকে আমি ছাড়বো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।
জন্ম নিলাম তোবই কোলে
স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে
মা…………গো………… মা
জন্ম নিলাম তোবই কোলে
স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে
তোকে কাছে পেলে যাই যে ভুলে
মনের যত যন্ত্রনা
আমার মনের যত যন্ত্রনা
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা
পারবি না তুই ফাঁকি দিতে
যেখানে যাস হবে আমায় সংগে নিতে
মা…………গো………… মা
পারবি না তুই ফাঁকি দিতে
যেখানে যাস হবে আমায় সংগে নিতে
আমি তোর পাশে ঠাই যদি পাই
মরনেরে ভয় করবো না।
আমি মরনে ভয় করবো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।।
আমি দুনিয়া ছাড়ি যেতে পারি
তোকে আমি ছাড়বো না
ওমা তোকে আমি ছাড়বো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী
ছায়াছবি : মাস্তান
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।
ছিলাম কোথায় আমি
বলো তুমি কোথায় ছিলে।
এক পলকের দেখায়
দূর থেকে কাছে এলে
মনের টানে যদি আপন হলে
মন কেন লুকোতে চাও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।
কথা দিলাম বন্ধু
সাথী হয়ে রইবো পাশে।
তোমার তরে যদি
মরতে হয় মরব হেসে
বন্ধুর বাধনে আজ তুমি
আমায় বেধে নাও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।
সোমবার, ২০ মার্চ, ২০১৭
আকাশের হাতে আছে একরাশ নীল
শিল্পীঃ আঞ্জুমান আরা বেগম
ছায়াছবি- আয়না ও অবশিষ্ট
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধ
ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।
বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।
akasher haate ache
সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
এ হৃদয় ধূপসম তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়
কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না।
সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
amake porate jodi