সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

তোমার জন্য

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো

ভোরের রঙ রাতের মিশকালো।

কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো


ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে

এক মুঠো রোদ আকাশ ভরা তারা

ভিজে মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে


তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

চোখের জলে আমি ভেসে চলেছি



চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখা আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজো মিটে নি

হায়রে সুখের কলি আজো ফুটে নি।।

আধার হলে আলো জ্বলে

আলো আধার কে দূর বলে

কত মানুষ এই দুনিয়াতে

তবু আমার। নেই কেহ সাথে

হায়রে বিধির কৃপা আজো জোটে নি

হায়রে সুখের কলি আজো ফুটে নি

আকাশ যত দূরে থাকে

তবু মাটি কাছে ডাকে

ভেসে তারা দূর সীমানাতে

পাই নি আমি। খুজি তারে

হায়রে তবু আমি আশা ছাড়ি নি

হায়রে সুখের কলি আজো ফুটে নি।।

কি করে তোকে বলবো Ki kore toke bolbo


Arijit Singh
Rongbaaz (রংবাজ)



কি করে তোকে বলবো, তুই কে আমার
আয় না সাথে চলবো, সব পারাপার
মনের আশকারাতে, তোর কাছে এলাম
হারিয়ে গেলাম।
মনের একূল-ওকূল, দিয়েছে প্রেমের মাশুল
চাহনিরা দিশেহারা, তোর কাছে চায় ইশারা
আজ বারেবার।
কি করে তোকে বলবো, তুই কে আমার
আয় না সাথে চলবো, সব পারাপার
ভিড়েতে দাড়াই একা, তোর যদি না পাই দেখা
হারানো পথের মত, খুঁজে মরি তোকে কত
হাজারো বার।
কি করে তোকে বলবো, তুই কে আমার
আয় না সাথে চলবো, সব পারাপার
মনের আশকারাতে, তোর কাছে এলাম
হারিয়ে গেলাম।






বঁধুয়া আমার চোখে

বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥

শ্রীকান্ত আচার্য্য
বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥ - See more at: http://www.lyricsbangla.com/lyrics-4139.html#sthash.YUCHGYME.dpuf
বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥ - See more at: http://www.lyricsbangla.com/lyrics-4139.html#sthash.YUCHGYME.dpuf

এই রাত তোমার আমার | Ei Raat Tomar Amar

এই রাত তোমার আমার ।
ওই চাঁদ তোমার আমার ।
শুধু দু'জনের-
এই রাত শুধু যে গানের ।
এই ক্ষণ এ দু'টি প্রাণের ।
কুহূ কূজনের-

এই রাত তোমার আমার ।
ওই চাঁদ তোমার আমার ।
তুমি আছি আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
তুমি আছি আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
শুধু দু'জনের-

এই রাত তোমার আমার ।
ওই চাঁদ তোমার আমার ।
শুধু দু'জনের-


--সিনেমাঃ দীপ জ্বেলে যাই ১৯৫৯
--শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

এ শুধু গানের দিন | E Shudhu Ganer Din


এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ তিথি শুধুগো যেন
দখিন হাওয়ার ।
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -

এ লগনে দুটি পাখি
মুখোমুখি -
নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয় ।
এ লগনে দুটি পাখি
মুখোমুখি -
নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয় ।
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -

এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই ।
এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই ।
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার -
এ লগন গান শোনাবার -


সিনেমাঃ পথে হল দেরি (১৯ ৫৭)
শিল্পীঃ  সন্ধ্যা মুখোপাধ্যায়
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে ?

সিনেমাঃ ধন্যি মেয়ে (১৯৭১)
সুরঃ নচিকেতা ঘোষ
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় 


এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে -
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে ?
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে -
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -


অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার ।
অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার ।
মরমে চোট পেলে সারেনা এ জীবনে-
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !


বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলে কাটা মন লুকিয়ে যেতে চায় ।
বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলে কাটা মন লুকিয়ে যেতে চায় ।
এ চোট পেয়ে রাঁধা মরেছে বৃন্দাবনে
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !
কি জানি কি হয় ... কি জানি কি হয় ...



মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

তোমাকে হারাতে যদি হয়

- জহির আহমেদ


তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয় ।
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয় ।
ভাবি আজ দুজনার কেনো হলো পরিচয় ।
কেনই বা হৃদয়ে জাগে সংশয়,
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
সে পাওয়ার নেই কোনো দাম,
আঁখি জলে হয় যার পরিনাম ।
সে পাওয়ার নেই কোনো দাম,
আঁখি জলে হয় যার পরিনাম ।
ভালোবেসে শেষে যদি হয় পরাজয় ।
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
এ জীবনে পেয়েছি তোমায়,
ভুলিবেনা কখনো কভু আমায় ।
এ জীবনে পেয়েছি তোমায়,
ভুলিবেনা কখনো কভু আমায় ।
কথা দাও হয় যেনো শুভ পরিনয়
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
ভাবি আজ দুজনার কেনো হলো পরিচয়
কেনই বা হৃদয়ে জাগে সংশয়,
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে  হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়

চুল ধইরো না খোঁপা খুলে যাবে




শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি: নয়নমনি(
১৯৭৭)
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ আব্দুল লতিফ, গাজী মাজহারুল আনোয়ার



চুল ধইরো না
খোঁপা খুলে যাবে যে নাগর ।।
আওলা কেশে পাগল বেশে কেমনে যাবো ঘর ।।
চুল ধইরো না
খোঁপা খুলে যাবে যে নাগর।।
হাত ধইরো না
চুড়ি ভেংগে বিঁধলে আমার হাতে
বলবে লোকে কলংকের দাগ কে দিল এ রাতে ।।
দোহাই তোমার…
দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর
সোনার অংগে দাগ পড়িলে কেমনে যাব ঘর
হাত ধইরো না চুড়ি ভেংগে যাবে যে নাগর
আঁচল ধরে টান দিও না
শাড়ী ছিড়ে গেলে
কেমন করে ঘোমটা দেবো তুমি কাছে এলে ।।
দোহাই তোমার…
দোহাই তোমার আঁচল ছাড়ো লাগে বড় ডর
এত রাতে নিলাজ্ব হলে কেমনে যাব ঘর
আচল ছাড়ো শাড়ী ছিড়ে যাবে যে নাগর