রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

বন্ধু ওগো কি করে ভাবলে



বন্ধু ওগো কি করে ভাবলে
তুমি দূরে চলে গেলে আমি সুখে থাকবো।।
বন্ধু ওগো কি করে ভাবলে
তুমি ছাড়া আমি একা সুখে ঘর বাধবো
বন্ধু ওগো
ও ও ও
ভাল যদি বেসেছিলে
দাও নি কেন গো বলে
একদিন একা হয়ে যাব
যাবে তুমি মন নিয়ে
বিরহ ব্যথা দিয়ে
যন্ত্রনা শুধু আমি পাব।
বন্ধু ওগো
কেন তুমি ছাড়া এ জীবনে
কী নিয়ে বাঁচবো
ও ও ও
যাবে তুমি যত দূরে
স্মৃতি মোর রবে ঘিরে
পারবে না কেউ বাধা দিতে
তোমার স্মৃতির মালা
পড়ে রব সারাবেলা
পারবে না কেউ কেড়ে নিতে।।
বন্ধু ওগো
তুমি কেন বলনি
অশ্রু সাগর আমি
কি নিয়ে বাঁচবো।।


· শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
· অ্যালবামঃ এপার ওপার
· সুরকারঃ আজাদ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন