মমতাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মমতাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আগে যদি জানতাম রে বন্ধু



আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।
উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।
আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।


· শিল্পীঃ মমতাজ
· অ্যালবামঃ মনপুরা
· সুরকারঃ কাজী কৃষ্ণকলি ইসলাম
· গীতিকারঃ কাজী কৃষ্ণকলি ইসলাম

বুধবার, ২০ জুলাই, ২০১৬

বান্ধিলাম পিরীতের ঘর

শিল্পীঃ মমতাজ
সিনেমাঃ মোল্লা বাড়ীর বউ
বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর
আদরের দিলাম ঘরে চাল ও মনরে
সুখেতে রব চিরকাল


বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর
বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর
আদরের দিলাম ঘরে চাল
ও মনরে সুখেতে রব চিরকাল


সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে
মায়ার লাগাইলাম আড়াল নিন্দার ও বাতাসে
গো নিন্দার ও বাতাসে
সাধের এই পিরীতের ঘর হয় না যেন নড়বড়
সাধের এই পিরীতের ঘর হয় না যেন নড়বড়
তাই প্রেমের লাগাইলাম গজাল
আদরের দিলাম ঘরে চাল
ও মনরে সুখেতে রব চিরকাল


দুঃখের ঝড় যদি আসে কোনদিন
তাই চালে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন
দুঃখের ঝড় যদি আসে কোনদিন
তাই চালে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন
কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল
কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল
তাই ধৈর্যের রাখলাম একটু ঢাল
ও মনরে সুখেতে রব চিরকাল