বুধবার, ২০ জুলাই, ২০১৬

বান্ধিলাম পিরীতের ঘর

শিল্পীঃ মমতাজ
সিনেমাঃ মোল্লা বাড়ীর বউ
বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর
আদরের দিলাম ঘরে চাল ও মনরে
সুখেতে রব চিরকাল


বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর
বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর
আদরের দিলাম ঘরে চাল
ও মনরে সুখেতে রব চিরকাল


সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে
মায়ার লাগাইলাম আড়াল নিন্দার ও বাতাসে
গো নিন্দার ও বাতাসে
সাধের এই পিরীতের ঘর হয় না যেন নড়বড়
সাধের এই পিরীতের ঘর হয় না যেন নড়বড়
তাই প্রেমের লাগাইলাম গজাল
আদরের দিলাম ঘরে চাল
ও মনরে সুখেতে রব চিরকাল


দুঃখের ঝড় যদি আসে কোনদিন
তাই চালে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন
দুঃখের ঝড় যদি আসে কোনদিন
তাই চালে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন
কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল
কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল
তাই ধৈর্যের রাখলাম একটু ঢাল
ও মনরে সুখেতে রব চিরকাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন