বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আগে যদি জানতাম রে বন্ধু



আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।
উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।
আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।


· শিল্পীঃ মমতাজ
· অ্যালবামঃ মনপুরা
· সুরকারঃ কাজী কৃষ্ণকলি ইসলাম
· গীতিকারঃ কাজী কৃষ্ণকলি ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন