মনির খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মনির খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

জানি আর কোনদিন ও আমার হবেনা

মনির খান

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

 পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার
সেই তুমি আজ দুরের তুমি
অন্য কেউ যে তোমার
আমি এখন দারুন একা
আহা বলার মানুষ জোটে না

পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

এতো বেশি আপন ছিলে করিনি খেয়াল
মাঝে কবে উঠে গেছে কাঁচেরই দেয়াল
তুমি এখন দেয়াল ঘেরা
ইচ্ছে হলেই ছুঁতে পারিনা


 পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

Click to Hear This

jani ar konodin o amar hobena 


 

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

তুমি যে নাটের গুরু

মনির খান


তুমি যে নাটের গুরু বাকিয়ে জোড়া ভুরু
বুকের মধ্যে বইসা তুমি কল কাঠি যে নাড়ো

তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো


দিবস যখন আসে রে ভাই সূর্য জ্বালাইয়া

রাত্রি তখন যায়রে কোথায় দূরে পালাইয়া
তুমি দিনের বেলা রাত সাজো, রাতের বেলা দিন সাজো
 ইচ্ছে মতো বহুরূপী রুপ যে তুমি ধরো
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো

নয়ন মেলে ডাকো যখন দৃষ্টি বাড়াইয়া
কাছে গেলে কোথায় তুমি যাও পালাইয়া
তুমি দূরে গেলে আপন ভাবো কাছে এলে পর ভাবো
ইচ্ছে মতো নিয়ম ভাঙো নিয়ম তুমি গড়ো 
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো
 
তুমি যে নাটের গুরু বাকিয়ে জোড়া ভুরু
বুকের মধ্যে বইসা তুমি কল কাঠি যে নাড়ো
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো


 tumi je nater guru
 

Hear Here