রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

জানি আর কোনদিন ও আমার হবেনা

মনির খান

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

 পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার
সেই তুমি আজ দুরের তুমি
অন্য কেউ যে তোমার
আমি এখন দারুন একা
আহা বলার মানুষ জোটে না

পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

এতো বেশি আপন ছিলে করিনি খেয়াল
মাঝে কবে উঠে গেছে কাঁচেরই দেয়াল
তুমি এখন দেয়াল ঘেরা
ইচ্ছে হলেই ছুঁতে পারিনা


 পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

Click to Hear This

jani ar konodin o amar hobena 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন