আহমেদ ইমতিয়াজ বুলবুল
পোড়া মন পোড়া মন
তোর প্রেমে পোড়া মন,
দিবানিশী এ মনে এমনই দহন
মুখে যায়না কহন
বুকে যায়না সহন।
ভাল লাগে তোর এই পীরিতি
পিরিতিতে মরণ ও মেনে নেব
শুধু মরন কালে তোকে
প্রাণহীন দেহ মাঝে টেনে নেবো
এ পাড়ে ও পাড়ে দু পাড়ে হবো আপন
ভালবাসি তোকে ভালবাসি
বিধাতা জানে তা কতোখানি
বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতোখানি
আধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন
Click To Hear This Song
pora mon pora mon
পোড়া মন পোড়া মন
তোর প্রেমে পোড়া মন,
দিবানিশী এ মনে এমনই দহন
মুখে যায়না কহন
বুকে যায়না সহন।
ভাল লাগে তোর এই পীরিতি
পিরিতিতে মরণ ও মেনে নেব
শুধু মরন কালে তোকে
প্রাণহীন দেহ মাঝে টেনে নেবো
এ পাড়ে ও পাড়ে দু পাড়ে হবো আপন
ভালবাসি তোকে ভালবাসি
বিধাতা জানে তা কতোখানি
বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতোখানি
আধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন
Click To Hear This Song
pora mon pora mon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন