আর্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আর্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

এমন একটা সময় ছিল

শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ তাজমহল
গীতিকারঃ পঞ্চম


এমন একটা সময় ছিল
মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা
চাঁদের আলো ফোয়ারা
তোমার হাতে এই হাত ছিল
হৃদয়ে গুঞ্জন চলছিল
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে
তোমার..আমার
পথ আজ চলে গেছে
দুরে কোথায় সীমাহীন অজানায়
এমন একটা হৃদয় ছিল
সুখগুলো বাস করছিল
সুনিপুণ অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন তুমি অচেনা হলে

emon ekta somoy chilo

শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

ওরে আমার পাগল মন

আর্ক

ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি
দিও তোমার মন
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
সে তো আপন নয়
ওরে আমার পাগল মন
এদিক ওদিক চাইলে তুই
দেখবি কত জন
ঘর হারাইয়া পথ চইলা
দেখবি এ ভুবন
আসল মন পাইতে হইলে
আসল মন পাইতে হইলে
আসল মন পাইতে হইলে
সাধন প্রয়োজন
ওরে আমার পাগল মন ...
ভবেরই এ মায়াজালে
মন পুরাইয়া হায়
সোনা হইলে পরে তারে
সবাই পাইতে চায়
এক জীবনের জগত তারে
জীবন দিয়ে ভালবেসে
আসল মন পাইবি তুই
ওই জগতে হায়
ওরে আমার পাগল মন ...

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

শীত নয় গ্রীষ্ম নয়

হাসান


শীত নয় গ্রীষ্ম নয়
এসেছে বসন্ত
আমার প্রেম, তোমার প্রেম
রবে যে অনন্ত
ফুলে ফুলে উড়ে, প্রজাপতি উড়ে
বেধেঁছে নতুন জুটি
তোমায় আমি ভালবাসি
অজুত-লক্ষ-নিজুত-কোটিরোদ নয় বৃষ্টি নয়
রাঙাবো দিগন্ত
ফটকা বাজিয়ে বাসর সাজিয়ে
রবো না ঘুমন্ত
ছাঁই নয় ভষ্ম নয়
হৃদয়টা জ্বলন্ত
সুখের আগুনে পুড়বো দুজনে
রবো যে জীবন্ত

আমি পাহাড়ের চূড়ায়


হাসান


আমি পাহাড়ের চূড়ায়

দাঁড়াতে পারি ঠায়

আমি সাগরের উত্তাল

তরঙ্গ ভেদে যাই

আমি মরুময় পাড়ে

পাড়ি জমাতে চাই

যদি ও পাড়ের শীতলে

তোমার চিহ্ন রয়

একটু ভিতু নয়

বুনো হিংস্রতায়

এনে দেব ছিনিয়ে

যত দুর্লভ যা চাই

শত রাত্রি বিনিদ্র

যাপন

পারি অবলীলায়,

নির্মল ভোরে

তোমার হাসির

প্রতীক্ষায়

ঝিরি ঝিরি বর্ষণে

প্রদীপ শিখা জ্বেলে

জেগে রব একলা

হৃদয় উষ্ণতায়,

সীমানা ছাড়িয়ে সুদূরে

হাজারো মানুষের ভীড়ে

হারিয়ে কি গেছ

জানিনা

খুজে পেতে যেতে দূর

অজানায়।











আমার আল্লাহ-নবীজির নাম

 হাসান 

আশে-পাশের ময়-মুরুব্বি

যে আছেন যেথায়

সত্যি কথা হায়

এই অন্ধ কালায় কয়

জগৎ নামের ইস্টিশনে

কারো থাকন নাই

এই ইস্টিশনে ভাই

একবার আইসা থাইকা যাইবা

এমন হবার নয়

সবার যাইতে হয়

এক নতুন ঠিকানায়

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান

কারো নিস্তার নাই

কারো নিস্তার নাই

না হইলে মুমিন ভাই

আমার আল্লাহ নবীজির নাম 

আল্লার কাছে সবই আছে

একটা জিনিস নাই

নাইরে মিথ্যা নাই

তার সবই সত্যি ভাই

নবী বলছেন নামাজ পড়ো

রোজা রাখো তাই

এই দুনিয়াতে ভাই

বেহেশত যদি চাই

বাড়ি গাড়ি টাকা কড়ি

কিছুই রবে না

সঙ্গে যাবে না

সব হইয়া যাইবো ছাঁই

মাটির দেহ মাটি হইয়া

মিলবো মাটিতে

হইবো যাইতে সেই

আঁধার ঘরে ভাই

আমার আল্লাহ নবীজির নাম

পিতা-মাতার মত আপন

দুনিয়াতে নাই

নাইরে আপন নাই

কি কই শোনো ভাই

নিজে খাইছেন না খাইছেন কি

তাহার হিসাব নাই

নাইরে হিসাব নাই

সব সন্তানদের খাওয়াই

কত যত্নে লালন পালন

করছেন জীবন ভর

হইও না তার পর

তয় কানবা জীবন ভর

প্রাণের আপন সদাই যে-জন

কাছে না আর রয়

সত্যি কথা হায়

এই অন্ধ কালায় কয়

আমার আল্লাহ নবীজির নাম












মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

আমার এক্ টাই তুমি

আমার হৃদয়ে তুমি
আমার ছোয়াত তুমি
আমার চাওয়ায় তুমি
আমার কষ্টে তুমি
তুমি আমার আবেগে মিশে আছো
এই মন টায় তুমি জুড়ে আছো
তুমি সবকিছু নিয়ে গেছো
কখন যে জানিনা
কি যে রবে কি হারাবে
কি যে দেবে কি যে নেবে(২)
এই ভেবে এক রাশ
কালো মেঘ জমে আকাশে
ইচ্ছে করে খুব জোরে কাদি
নীলাকাশ আর খোলা বাতাসে
তবুও
আমার হৃদয়ে তুমি ………..



শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ তাজমহল

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

প্রেম তুমি প্রেম তুমি

  • শিল্পীঃ আর্ক
  • অ্যালবামঃ জন্মভুমি


প্রেম তুমি প্রেম তুমি
তুমি সুর্যাদয়ে যেন বনকোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রুপালী চাঁদে ঝি ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলে ক্লান্তিতে দখিনা হাওয়া
তুমি যেন রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়ন জুড়ি যেন
কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভুমি
প্রকৃতি অকৃত্তিম সুন্দর আলো আধারে
তেমনি হে প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে
প্রেম সত্য প্রেম শ্বাশ্বত প্রেম অবিনশ্বর
এমনও প্রেমের মাঝেই রহিত ঈশ্বর
তুমি যেন রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়ন জুড়ি যেন
কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভুমি

এতো চাই

  •  আর্ক
  • অ্যালবামঃ জন্মভুমি


এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
আমি আজ বেদনাহত
অতটা পাইওনি যতটা চাওয়ার নয়
যদি তা চাইতাম ফিরে যেতাম
সেই অতীত জীবনের ভুমিকায়
দুর বহুদুরে সুরে সুরে
কোনো অতৃপ্ত তৃপ্তির বাসনায়
নতুন করে শুধ্ রে নিতাম
চাওয়াপাওয়ার হিসেবটুকু

ছোট্ট যারা শিশু শ্রমিক
ছোট্ট দুটি হাত
অমানমিক শ্রম বিনিময়
অল্প কটা ভাত
রক্ত পানির ন্যায্য পাওনা
কেন সয় না,সয়না
এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়

সৃষ্ট কর্মে পুরষ্কারে
জুড়াবে তো নয়
স্রষ্টার আশীর্বাদে
সৃষ্টি যেনো হয়
ক্ষুদ্র আমার ক্ষুদ্র চাওয়া
ক্ষুদ্র সীমানা,সীমানা

শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

ভালবাসা যদি অপরাধ হয়


শিল্পীঃ হাসান

আর্ক


তুমি আমার আমার।

ভালবাসা যদি অপরাধ হয়
সেই অপবাদ কাঁধে নিয়ে আমি
অনাদিকাল সেই অপরাধ
আমি তোমারি সাথে করে যাব
গোধূলি রাঙ্গা হ্রদে হৃদয়
ভিজিয়ে তোমার ঐ মন ভেজাব
অ সাজাব সাজাব
আমি তোমাতেই স্বপ্ন হবার,

আমি সারা পৃথিবীকে
জানিয়ে দিতে চাই,
তুমি আমার একান্তই আমার,
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার,

মিশে আছো অস্তিত্বে আমার
তবু ও মনে জাগে কেন ভয়
ওহ ভয় হুম ভয়
যদি তোমাকেই হারাতে হয়
তুমি হীনা প্রতি মুহূর্তকে
আমার মনে হয়
এক যুগের মত হায় কত
স্বর্গীয় ভালবাসা আমার,

আমি সারা পৃথিবীকে
জানিয়ে দিতে চাই,
তুমি আমার একান্তই আমার,
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার

আমার হৃদয়ে তুমি


ব্যান্ড: আর্ক
অ্যালবামঃ তাজমহল

আমার হৃদয়ে তুমি
আমার ছোয়াত তুমি
আমার চাওয়ায় তুমি
আমার কষ্টে তুমি
তুমি আমার আবেগে মিশে আছো
এই মন টায় তুমি জুড়ে আছো
তুমি সবকিছু নিয়ে গেছো
কখন যে জানিনা

কি যে রবে কি হারাবে
কি যে দেবে কি যে নেবে(২)
এই ভেবে এক রাশ
কালো মেঘ জমে আকাশে
ইচ্ছে করে খুব জোরে কাদি
নীলাকাশ আর খোলা বাতাসে
তবুও

আমার হৃদয়ে তুমি ………..

সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

চলে যাও বন্ধু তুমি চলে যাও


চলে যাও বন্ধু তুমি চলে যাও...
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে
ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে..

দূরে রবো আমি
শুধু তোমার সুখ কামনায়...
স্মৃতি নিয়ে এ মন
আজীবন ভালোবাসবে তোমায়

এ জীবনে একবার
একজনকেই ভালোবাসা যায়..
কাঁচসম একটি হৃদয়
ভেঙ্গে গেলে ভরে যায় অপূর্ণতায়

অ্যালবামঃ এখনো দু'চোখে বন্যা

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

এমন একটা সময় ছিলো

আর্ক 

এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাদের আলোর ফোয়াড়া।


তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুঞ্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে।


চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।


তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।


এমন একটা সময় ছিলো…..


এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুন অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে।


এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালোবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন আজ অচেনা হলে


চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।


তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

হারালে কোথায়

বসে আছি আমি একা, নির্জন এই পথে এসে
দিয়েছিলে কথা আমায় ফিরবে তুমি এই পথে
প্রতিক্ষার প্রহরে মন মানেনা
এসোনা কাছে এ সাজের বেলায়।
ভেবেছি শুধু যে দেখবো তুমায়
মায়াবী এ জ্যোছনায়।
হারালে কোথায়?
ও ও ও এ মন যে আমার মানেনা।
যেওনা আমায় ফেলে
এ নিস্তব্দ রাতের শূন্যতায়।
হারালে কোথায়?
চেয়ে দেখো তারাগুলো আমাদের দেয় হাতছানি
মেতেছে আজ অভিসারে
রাতেরই সুখসারি।
তুমারি দুচোখেরই ভালবাসায়
অজানা পথে নিয়ে যায়।
ভুলেছো দেখে কোন সুখের স্বপন?
ভেঙ্গেছো আমার হৃদয়।
হারালে কোথায়?
ও ও ও এ মন যে আমার মানেনা।
যেওনা আমায় ফেলে
এ নিস্তব্দ রাতের শূন্যতায়।
হারালে কোথায়?
প্রতিক্ষার প্রহরে মন মানেনা
এসোনা কাছে এ সাজের বেলায়।
ভেবেছি শুধু যে দেখবো তুমায়
মায়াবী এ জ্যোছনায়।
হারালে কোথায়?


পঞ্চম

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আকাশের নীলে akasher nile


আকাশের নীলে
হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই
নীল বেদনায়
হৃদয়ের আলোয়
তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি
তোমার ই দুচোখে
যত দুরে রয়ে যাও
আমারি হয়ে রও
তোমারি জগতে
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়
সঙ্গীহীনতায়
তোমায় কি বা আছে দেবার
দুচোখের নোনা জল
বিরহের ই করুণ সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানলেনা কখনো
কত কাছে তুমি ছিলে
যত দুরে রয়ে যাও
আমার ই হয়ে রও
তোমারি জগতে
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায় সঙ্গীহীনতায়



—————————–


কথাঃ জুলকার নাইন
ব্যান্ডঃ আর্ক
এলবামঃ জন্মভুমি

একাকী ekaki



রাত্রি অনেক হল

চোখে নেই কোন ঘুম

অপরূপ জোছনায়

অযাচিত বেদনা

আজও মোরে কাঁদায়

আমি একাকী একাকী একাকী

বড় একাকী একাকী

আমি একাকী আহা হা হা

বড় একাকী একাকী।।


কত সুরের মালা গেঁথেছি যতনে

আরও কত কথা

তুমি কি বোঝনি তা?

তবু তুমি কেন?

তুমি আসোনি

ভালবাস নি বাস নি

তুমি আসো নি আহা হা হা ভালোবাসো নি।।


বিষণ্ণতার আড়ালে তোমার ঐ প্রতিশ্রুতি

আমার সকল অহংকার কেন কেড়ে নিলে

অবচেতন এ রাতে

বিনিদ্র রাত্রি যাপন

অশ্রুসজল এ দু চোখে

দুঃখ হল আপন।


তুমি আসোনি আস নি আস নি

ভালবাসনি বাসো নি

তুমি আস নি আহা হা হা ভালোবাস নি।।


হাসান ,আর্ক

বাংলাদেশ

যে মাটির পরতে পরতে
সোঁদা গন্ধ বীজ ঘুমিয়ে আছে
সবুজের সারি রাঙ্গা আলপনায়
রাখালিয়া সুর মিশে একাকার
এ মাটি নয় অন্য মাটি
প্রতিভায় বরেণ্য ঘাটি
সাধু সন্নাসী পরিজন ভুলে
বেধেছে শানি কি মায়া জালে
যে মাটির মায়ায় কিষানীর ছায়ায়ে কি মাতম দোলা
শিল্পীর তুলি খোলা অঞ্জলি কভু যায় ভোলা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
যে মায়ের বুকে একে বেকে যায়
খাল বিল নদী অম্রিত ধারায়
এ মা তো নয় অন্য মাতা
উপশম করে যে ব্যথা
লাখ সন্তানের দুঃখী অন্তরে
বিয়োগের পাশে স্বজনের বেশে
যে মায়ের কোলে কুঞ্জনে পিউ পাপিয়া
পথে প্রান্তরে পরাণো যেন নকশীকাথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
পীর আউলিয়া হাসন রাজা লালন শাহ জয়নুল কবি নজরুল
আব্বাস উদ্দিন রবীন্দ্র বীর অমর গাথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
যে মাটির মায়ায় কিষানীর ছায়ায়ে কি মাতম দোলা
শিল্পীর তুলি খোলা অঞ্জলি কভু যায় ভোলা।
——————————–
কথাঃ হাসান
ব্যান্ডঃ আর্ক
এলবামঃ জন্মভূমি

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

এই দূর পরবাসে



আসিকুজ্জামান টুলু (আর্ক) 


এই দূর পরবাসে

তারা গুনে আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রি গুলো

মাঝে মাঝে স্বপ্নের বেশে সৃতি রা এসে

আমাকে করে যায় বড় বেশী এলোমেলো

মনে পড়ে যায়

বন্ধুদের আড্ডা মুখর প্রহর

তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর

সেখানে হয়তো সবাই

ব্যস্ত মেলেনা সময়

তবু সেখানেই ফিরে যেতে চায়

ফেরারি হৃদয়

এই একাকী জীবন ভাল লাগেনা আমার

বিষণ্ণ দিনের শেষে

বিষণ্ণ রাতের শেষে

মনে পড়ে যায়

কখনো পুরনো তোমাকে

প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে ।।

হয়তো বদলে গেছো

হয়ে গেছো অচেনা তুমি

তবু তোমাকেই ফিরে পেতে চাই

দুরের আমি

এই একাকী জীবন ভাল লাগেনা আমার

বিষণ্ণ দিনের শেষে

বিষণ্ণ রাতের শেষে

Click To Hear