আর্ক
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি
দিও তোমার মন
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
সে তো আপন নয়
ওরে আমার পাগল মন
এদিক ওদিক চাইলে তুই
দেখবি কত জন
ঘর হারাইয়া পথ চইলা
দেখবি এ ভুবন
আসল মন পাইতে হইলে
আসল মন পাইতে হইলে
আসল মন পাইতে হইলে
সাধন প্রয়োজন
ওরে আমার পাগল মন ...
ভবেরই এ মায়াজালে
মন পুরাইয়া হায়
সোনা হইলে পরে তারে
সবাই পাইতে চায়
এক জীবনের জগত তারে
জীবন দিয়ে ভালবেসে
আসল মন পাইবি তুই
ওই জগতে হায়
ওরে আমার পাগল মন ...
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি
দিও তোমার মন
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
সে তো আপন নয়
ওরে আমার পাগল মন
এদিক ওদিক চাইলে তুই
দেখবি কত জন
ঘর হারাইয়া পথ চইলা
দেখবি এ ভুবন
আসল মন পাইতে হইলে
আসল মন পাইতে হইলে
আসল মন পাইতে হইলে
সাধন প্রয়োজন
ওরে আমার পাগল মন ...
ভবেরই এ মায়াজালে
মন পুরাইয়া হায়
সোনা হইলে পরে তারে
সবাই পাইতে চায়
এক জীবনের জগত তারে
জীবন দিয়ে ভালবেসে
আসল মন পাইবি তুই
ওই জগতে হায়
ওরে আমার পাগল মন ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন