সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

কেন এমন হল তুমি আজ নেই



কেন এমন হল তুমি আজ নেই

দু চোখ জূড়ে স্বপ্ন নেই,

কেন এমন হল তুমি আজ নেই

হৃদয় জূড়ে প্রেমও নেই,

তুমি যে নেই তাই কিছু নেই //

নেই কিছু নেই।

এই যে ঘর হয় অন্য জীবন

এই যে হৃদয় অন্য ভুবন

শূন্য সব আজ শূন্য এখন||. ||

আজকে তুমি নেই

তবু সূর্য উঠে

আজকে তুমি নেই

তবু ফুলও ফূটে

আজকে তুমি নেই

তবু আলো ঝলমল

সবই ঠিকই আছে

শুধু আমার চোখেই জ্বল||.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন