কেন এমন হল তুমি আজ নেই
দু চোখ জূড়ে স্বপ্ন নেই,
কেন এমন হল তুমি আজ নেই
হৃদয় জূড়ে প্রেমও নেই,
তুমি যে নেই তাই কিছু নেই //
নেই কিছু নেই।
এই যে ঘর হয় অন্য জীবন
এই যে হৃদয় অন্য ভুবন
শূন্য সব আজ শূন্য এখন||. ||
আজকে তুমি নেই
তবু সূর্য উঠে
আজকে তুমি নেই
তবু ফুলও ফূটে
আজকে তুমি নেই
তবু আলো ঝলমল
সবই ঠিকই আছে
শুধু আমার চোখেই জ্বল||.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন