যেওনা সাথী
ও যেওনা সাথী
চলেছো একলা কোথায়
পথ খুঁজে পাবেনা কো
শুধু একা, যেওনা সাথী
ও ও যেওনা সাথী
সেইদিনের এতটুকু ভুল
নিয়ে গেছে কত দূর।।
আমারও স্বপ্নের মহল
তাই তো ভেঙ্গে যে হলো চুর
যেওনা সাথী ......
চলেছো একলা কোথায়
আর যে সইতে পারিনা পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে।।
পথ হারা পথিক কখন
ঠিকানা ফিরে পেয়েছে
যেওনা সাথী.......
চলেছো একলা.......
jeona sathi
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ দূরদেশ
সুরকারঃ গোলাম হোসেন লাদু
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী
ও যেওনা সাথী
চলেছো একলা কোথায়
পথ খুঁজে পাবেনা কো
শুধু একা, যেওনা সাথী
ও ও যেওনা সাথী
সেইদিনের এতটুকু ভুল
নিয়ে গেছে কত দূর।।
আমারও স্বপ্নের মহল
তাই তো ভেঙ্গে যে হলো চুর
যেওনা সাথী ......
চলেছো একলা কোথায়
আর যে সইতে পারিনা পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে।।
পথ হারা পথিক কখন
ঠিকানা ফিরে পেয়েছে
যেওনা সাথী.......
চলেছো একলা.......
jeona sathi
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ দূরদেশ
সুরকারঃ গোলাম হোসেন লাদু
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন