ডিফারেন্ট টাচ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডিফারেন্ট টাচ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

সুখ আসে

  • শিল্পীঃ ডিফারেন্ট টাচ
  • অ্যালবামঃ শ্রাবনের মেঘ
 
সুখ আসে সুখ যায় চলে যায়

তবু রয় কিছু কথা মন চায় ভালোবাসা

এই তো জীবন।

চাঁদ যদি আকাশে রয় থেমে রয়

রাত তারে কভু কি জানাবে বিদায়।

জোছনা ছড়াবে সে অমন

তবু রয় কিছু কথা

প্রাণের আকুলতা

এই তো জীবন।

ঝরণা সে চলেছে দূর মোহনায়

হারাবে সে কি জানি কোন অজানায়

সাগর করেছে আহবান

তাই পাথরের বুক চিরে

ছুটে চলে পিছু না ফিরে

এই তো জীবন।।

সুখ আসে সুখ জায় চলে যায়

তবু রয় কিছু কথা মন চায় ভালোবাসা

এই তো জীবন।

চাঁদ যদি আকাশে রয় থেমে রয়

রাত তারে কভু কি জানাবে বিদায়।

জোছনা ছড়াবে সে অমন

তবু রয় কিছু কথা

প্রাণের আকুলতা

এই তো জীবন।

ঝরণা সে চলেছে দূর মোহনায়

হারাবে সে কি জানি কোন অজানায়

সাগর করেছে আহবান

তাই পাথরের বুক চিরে

ছুটে চলে পিছু না ফিরে

এই তো জীবন।।

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

তুমি পৃথিবীতে এই মোরে করেছ অনেক বেশি ঋণী


ডিফারেন্ট টাচ
অ্যালবাম: শ্রাবনের মেঘ

তুমি পৃথিবীতে এই মোরে

করেছ অনেক বেশি ঋণী

তোমার নিঃস্ব প্রেম বড় সুন্দর

জীবন দিয়েছে কতখানি।
শিখিয়েছ সামনে চলার এ দিগন্ত

কোথায় গিয়েছে তারা মিশে

বুঝিয়েছ জীবন তো নয় ফুলশয্যা

হারাবে যখন অনিমেষে।
পড়ে কি মনে বল

ফেরারী বসন্ত মলিনী।।
যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে

তবুও রয়েছি আজো সুখী

জানো না তো এ জীবনেও আনন্দ আছে

হতেও তুমি একাকী।
একা থাকারও মাঝে

আছে সুখ বিষাদ রাগিনী।।

Click To Hear This Nice Song

ভালোবাসার তানপুরা

ডিফারেন্ট টাচ
অ্যালবাম: শ্রাবণের মেঘ


আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা -
রঙ্গে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।

হায় কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে !
ভুলিবো কেমন সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধু অন্ধকার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……

হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালোবেসে যে সব হারালাম
নেইতো কিছুই হারাবার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা -
প্রানে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

শ্রাবনের মেঘ


ভোকালঃ মিসবাহ
ব্যান্ডঃ ডিফরেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবনের মেঘ


শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)
শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে (২)
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে……
 

 

sraboner megh gulo