হায়দার হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হায়দার হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

গনতন্ত্র!


শিল্পীঃ হায়দার হোসেন
অ্যালবামঃ না বলা কথা
সুরকারঃ হায়দার হোসেন
গীতিকারঃ হায়দার হোসেন



গনতন্ত্র!
চির অধিকার, অধিকার সচেতন জনতার
জনতা বিভেদ ভুলে যাচাই বাছাই করে গড়বে আপন সরকার।

Government by the people
For the people, of the people।

অধিকার!
নয় কোন পণ্য।
ভোটের বাজারে বেচা হবে সের দরে ক্ষণিকের প্রাপ্তির জন্য

অধিকার আজ জনতার, জনতা আধার ক্ষমতার
নিজের ভাগ্য নিজেই গড়বে, প্রয়োগে ভোটের অধিকার

Government by the people
For the people, of the people।

গনতন্ত্রে অঙ্গিকার
বিরোধী বিরোধ ছেড়ে সরকারী ভুল ধরে
উন্নয়নের হবে অংশীদার, গনতন্ত্র দেয়নি সে অধিকার

অধিকার ক্ষমতার অপব্যবহার
ছলে বলে কৌশলে আসনে আসীন হবে বারবার

Government by the people
For the people, of the people।।

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত


শিল্পীঃ হায়দার হোসেন
সুরকারঃ হায়দার হোসেন
গীতিকারঃ হায়দার হোসেন


(পিলখানা হত্যাকান্ড স্বরণে)
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার।
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।
আজও কানে বাজে সেই কথাগুলো
কে জানে যে হবে শেষ কথা।
নিয়তির ডাকে দিলি যে সাড়া
ফেলে গেলি শুধু নীরবতা
যার চলে যায় সেই বোঝে যে হায়
বিচ্ছেদে কি যন্ত্রণা।
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন
কি দিয়ে দেব সান্ত্বনা
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার।
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।
বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা।
দুঃখ সইতে দাও গো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ।
বিষাদ অনলে পুড়ে বারেবারে
লুণ্ঠিত হবে স্বপ্নসাধ
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার।
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ফাইসা গেছি

হায়দার হুসেইন

আমি ফাইসা গেছি,
আমি ফাইসা গেছি,
আমি ফাইসা গেছি
মাইনকার চিপায়।
আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায়।।
কোন্‌ পাগলে পাইছিল
করছে শখের শাদী।
ক্ষমতার ঝিম-তিম,
ভাবে শাহজাদী।
সকাল-বিকাল, রাইত-দুপুর
বউয়ে দেয় ঠেলা।
কয় ‘বউ পুষার মুরাদ নয়
তয় বিয়া করছস কেলা।’
আমি এধার কামাল ওধার করি
সারাদিন ফেচকি মারি।
দিনের বেলায় আরতদারী
রাইতে চোরাকারবারি।
দিন-দুনিয়া সবই গেল
জীবন ভেস্তে যায়।।
মাইয়া আমার চিজ একখান
যেমুন ফিল্মের নায়িকা,
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে
কয় অফ যা।
পোলায় আমার শিক্ষিত
পড়ে দশ কেলাসের উপরে।
হাত খরচা না দিলে
ইংলিশে গাইল পাড়ে।
মনে মনে কই আমি
গাইলের আর হুনছস কি
আমগ গাইল হুনলে পড়ে
খাড়াইব মুরগাদি।
আমি হালায় কুলুর বলদ
ফাইটা জীবন যায়।।
 (faisa gechi) - Haidar husain

তিরিশ বছর

          - হায়দার হোসেন

কি দেখার কথা কি দেখছি
কি শোনার কতা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি ।
স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার ।

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বি বাড়ী
স্বাধীনতা কি ফুটপাথে শোওয়া গৃহহীন নরনারী
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশান শো
স্বাধীনতা কি দুঃখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদবালা ।

স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড
স্বাধীনতা কি পানির ট্যাংক গলিত লাশের গন্ধ
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ
স্বাধীনতা কি সন্ত্রাসীর হাতে মারণাস্ত্রের গর্জন
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন ।

আজ নেই বগী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার
আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার
আজ তবু কি লাখো শহীদেও রক্ত যাবে বৃথা
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা।