কথা — মনিরুজ্জামান
মনির
সংগীত — আলম খান
শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
দিল এক অঙ্গ জুড়ে চন্দ্র তারার কিরণ,
সে কিরণে লাগে গ্রহন দেখা যখন পাই না,
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
ফুলের মতো যায় গো ঝড়ে না পূরিতে সপন
এই জনমে আর জনমে একা হতে চাইনা,
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
লা লা লা লা লা
হুম হুম লা লা লা লা লা
চলচ্চিত্র — মাইয়ার নাম ময়না (১৫/০৬/১৯৯০)
পরিচালক — মোহাম্মদ হান্নান
dui noyone tomay dekhe
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন