বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

তুমি এমন কোন কথা বলনা

তুমি এমন কোন কথা বলনা
ছবি-প্রিয় তুমি
শিল্পী-কুমার শানু ও উমা খান


তুমি এমন কোন কথা বলনা
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।

জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোন স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরনে ও কোন ভয় পাইনা,
শুধু তোমাকে হারাতে চাইনা।।

যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু'হাত ধরে খুঁজে নিব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোন ছবি একোনা
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

হাসবি রাব্বি জাল্লাল্লা



একা একা, আছি বসে
জীবনেরই চলতি পথে
চোখেরি জল ঝরে পড়ে..
আমার বুক ভেঙ্গে যায় বেদনায়

বিপদ আপদ মসিবতে
দুদিনেরই গতিপথে
পাইনা খুজে বন্ধু আমার..
ও আল্লাহ পাই শুধু তোমায়

===========

যখন আমি বসে ভাবি
একা একা আনমনে
পাগল এ মন ব্যকুল হয়ে
মজনু হয়ে যায় তোমার স্বরণে
মন ভরে যায় চোখ জুড়ে হায়
তোমার প্রেমে মধুর টানে
আল্লাহ্ আল্লাহ তুমিতো শুধুই আমার

===========

মনের ভুলে ভুলে গেলেও
তুমি ভুলে যেওনা আমাকে
তুমি হীনা এই জীবনে
বেচে থেকে বল লাভ কি আছে
তুমি প্রভু যেওনা কভু
দুখের দিনেও যেন পাই তোমাকে
আল্লাহ্ আল্লাহ তুমিতো শুধুই আমার

একা একা আছি বসে
জীবনেরই চলতি পথে
চোখেরি জল ঝরে পড়ে..
আমার বুক ভেঙ্গে যায় বেদনায়

বিপদ আপদ মসিবতে
দুদিনেরই গতিপথে
পাইনা খুজে বন্ধু আমার..
ও আল্লাহ পাই শুধু তোমায়
Hasbi Rabbi
Lyric, Tune & Singer: Iqbal Hossain Jibon
Featuring: Parvez Juwel

 

বলবো না গো আর কোনদিন

Singer: Baul Sukumar
Lyrics & Tune: Baul Sukumar


বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

বলে ছিলে গো, ভালবাসি গো

আজ কেন গো এমন হলো?

এমন হলো.

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যদি হয় অপরাধ

তাই নিয়ে গো কেন প্রতিবাদ।

কেন প্রতিবাদ.


বলবোনা গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যে পেয়েছি আঘাত

সেই অনল গো দেহে জ্বলে বারো মাস।

বাউলের অন্তরে, বাউলের অন্তরে

বোলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

Bolbona go aar konodin

Hasbi Rabbi Jallalallah



দিল না কিসি কা কাভি দুখা, দুখ না কিসি কো পৌছা
মিল যায়েগা দিল কো সুকুন, আল্লাহ আল্লাহ কারতা যা

Dil Na Kisi Ka Kabhi Dukha, Dukh Na Kisi Ko Pohcha
Mil Jayega Dil Ko Sukoon, Allah Allah Karta Ja

হাসবি রাব্বি জাল্লালাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ
নুর মুহাম্মদ সাললাল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ

Hasbi Rabbi Jallalallah Mafi Qalbi Gairullah
Noore Muhammad Salalallah La’ilaha Illalallah


ওয়হিদ ইয়াক্তা জাত হে ঝো, ঝো হে খালিকে রাঙ্গো বো
পর্বত সেহরা ইয়ে গুলশান, জালওে জিসকে হে হার সো
রাত কো দিন ঝো কারতা হে, রাঙ্গ কালিও মে বারতা হে
উসনে হি সাব কো পালা, আল্লাহ আল্লাহ কারতা যা

Wahido Yakta Zaat Hai Joh, Joh Hai Khalike Rango Boo
Parbat Sehra Ya Gulshan, Jalwe Jiske Hai Har Soo
Raat Ko Din Joh Karta hai, Rang Kaliyon Me Bharta Hai
Usne Hi Sab Ko Paala, Allah Allah Karta Jaa


হাসবি রাব্বি জাল্লালাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ
নুর মুহাম্মদ সাললাল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ

Hasbi Rabbi Jallalallah Mafi Qalbi Gairullah
Noore Muhammad Salalallah La’ilaha Illalallah

ফুল কি মেহকার মে ওহ জংঙ্গল মে খোসার মে ওহ

সুরাজ চাঁদ সিতারো মে, মুমিন কে কিরাদার মে ওহ
হুর ও মালাক ইয়ে জিন্ন বাশার, সাব পার হি মালিক কি নজর
হার ধাম উসকা জিকির সুনা, আল্লাহ আল্লাহ কারতা যা

Phoolon Ki Mehkar Me Woh Jangal Me Kohsar Me Woh
Suraj Chand Sitaron Me, Momin ke Kirdar Me Woh
Hooro Malak Ya Jinno Bashar, Sab par hai Malik ki Nazar
Har Dam Uska Zikr Suna, Allah Allah Karta Jaa


হাসবি রাব্বি জাল্লালাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ
নুর মুহাম্মদ সাললাল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ

Hasbi Rabbi Jallalallah Mafi Qalbi Gairullah
Noore Muhammad Salalallah La’ilaha Illalallah


You Are The Source Of All Power My Need in My Darkest Hour
Your Light And Love All I seek Nothing More I’d Ever Want Or Need
Protect Me From Dishonor Grant Me Faith To Be Stronger
Help Us To Know You Better Help Us Love One Another


হাসবি রাব্বি জাল্লালাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ
নুর মুহাম্মদ সাললাল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ

Hasbi Rabbi Jallalallah Mafi Qalbi Gairullah
Noore Muhammad Salalallah La’ilaha Illalallah


দো জাগ দা এ মালিক তু, সাব খালকাত দা খালিক তু
হার এক দা আয়ে রাজিক তু, সাব তারিফ দে লায়েক তু
হার সেয় দে উস নূর তেরা, কারদে দিল পূরনুর মেরা
দিল দি দারকান দেয় ঔয়ি সধা, আল্লাহ আল্লাহ কারতা যা

Do Jag Da Aye Maalik Tu, Sab Khalkat da Khalik Tu
Har Ek Da Aye Raazik Tu, Sab Tarif De Layik Tu
Har Shey De Wich Noor Tera, Karde Dil Purnoor Mera
Dil Di Dhadkan Dai Wey Sada, Allah Allah Karta Jaa


হাসবি রাব্বি জাল্লালাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ
নুর মুহাম্মদ সাললাল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ

Hasbi Rabbi Jallalallah Mafi Qalbi Gairullah
Noore Muhammad Salalallah La’ilaha Illalallah


মুফলিস ওর নাদার হে ঝো উনকি তুম এমদাদ কারো
আপনি খুশিও মে কাতিব বেকাস কো বি ইয়াদ কারে
খালকে খোদা কি খিদমত সে খালিক রাজি হোতা হে
আহমদ ইয়ে পেয়গাম মেরা আল্লাহ আল্লাহ কারতা যা

Muflis Aur Nadaar Hai Joh Unki Tum Imdaad Karo
Apni Khushiyon Me Qatib Bekas Ko Bhi Yaad Karo
Khalke Khuda Ki Khidmat Se Khalik Razi Hota Hai
Ahmed yeh Paigam Mera Allah Allah Karta Jaa


হাসবি রাব্বি জাল্লালাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ
নুর মুহাম্মদ সাললাল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ

Hasbi Rabbi Jallalallah Mafi Qalbi Gairullah
Noore Muhammad Salalallah La’ilaha Illalallah.

বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে


শিল্পী : ফেরদৌসী রহমান 
গীতিকার : জসীম উদ্দীন 

অ্যালবাম : নোলক 
সুরকার : জসীম উদ্দীন 


ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে

বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে


১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয়

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বলনা তুই বলনা

হৃদয় খান

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।

এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।

অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।


bolna tui bolna


আমিও মানুষ

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ সৈয়দ আওলাদ
এ্যালবাম: কষ্ট (১৯৯৫)



যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

প্রিয়া ক্ষমা কর আমাকে

পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

শুধু কষ্টকে সাথী করে

ভেবেছি চলে যাব বহুদুরে

শুধু কষ্টকে সাথী করে

ভেবেছি চলে যাব বহুদুরে

তবু মন পিছু ফিরে চায়

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷





শুধু স্মৃতিগুলো রেখ সাথে

কখনও যদি আমায় মনে পড়ে

শুধু স্মৃতিগুলো রেখ সাথে

কখনও যদি আমায় মনে পড়ে

তবু মন পিছু ফিরে চায়

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

প্রিয়া ক্ষমা কর আমাকে

পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

ধুপছায়া গোধূলিবেলায়

ওয়ারফেজ
জীবনধারা


ধূপছায়া গোধূলীবেলায়
তুমি কাছে এসো
সুখ ছোঁয়া রূপসী রাতে
তুমি ভালোবেসো
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

মেঘ এসে যদি কোন দিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায়
ঝড় এসে যদি কোনদিনও হৃদয় ভেঙে দিয়ে যায়
প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনদিনও ভুলে যেও না
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

বিষাদে যদি কোনদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমার এই গান কোনদিনও ভুলে যেও না
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো
সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

Dhupchaya godhuli belay

warfaze   

এই নষ্ট শহরে



এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে
যাচ্ছে যখন ফিরে,
ভুলে নাহয় দিয়েই ছিল শিস
হাত ছিল নিশপিশ
ছুঁড়ে নাহয় দিয়েই ছিল চিঠি!

স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে,
আর স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিল না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

এই প্রেমের উপস্থাপন
জানি তেমন ভদ্র শোভন নয়,
তার চিঠির ব্যাকরণ
ভর্তি ভুলে বলার মত নয়,
শুধু তোমার নামটি ছাড়া
শুদ্ধ কিছুই লিখতে জানে না।

আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়,
আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিলো না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

সে যে বছর যুদ্ধে গিয়েছিল
ভেবেছিল পাবে তোমার প্রেম,
ইস্পাতে বারুদে সে তার প্রান
তোমার পায়ে সঁপে দিয়েছিল।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

কেন মিথ্যে বলেছিলে
কেন মিথ্যে বলেছিলে??


এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

হয়তো কোথাও পাবে আমাকে

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ মারুফ আহমেদ
এ্যালবাম: কষ্ট



ঠিক দুবছর আগে

এই নষ্ট পৃথিবী ছেড়ে

কালো এক ক্যান্সারে

চলে গেছি বহু দূরে

না হয় সে আমি নেই বেঁচে

তুমি তবু দেখ খুঁজে।

(হয়তো কোথাও পাবে আমাকে)।।



বুক সেলফের অগোছালো বইএ

সিগারেটের নিঃস্ব অভিমানি ছাইয়ে

তোমার ঘরের চার দেয়ালের মাঝে

বিরক্তিকর দুপুর আর সাঁঝে

খোলা জানালার নীল পর্দায়

আমাদের প্রিয় রুপালী সন্ধ্যায়

পরে থাকা পিতলের এ্যাশট্রেতে

তারাদের কথোপকথনের এই রাতে।


ডাইরির ছেঁড়া কোন নিশ্চুপ পাতায়

মাঝ রাতে কখনো কারো কেঁদে উঠায়

পুরনো হয়ে যাওয়া ছবির ফ্রেমে

নীল আকাশ আর রংধনুর প্রেমে

রোদ জরানো কোন শান্ত দুপুরে

মাতাল করা সেই গানের সূরে

অবুঝ কিশোরীর এক অজানা সুখে

তোমার কান্না জমে থাকা বুকে।

hoito kothao pabe amake

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

My Dream Projects

I have two Dream Projects:

One is Treeformankind.org 

Another is www.onetakafund.org



আমার কাছে তুমি অন্যরকম

Vocal and Music: Imran Mahmudul
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Nazir Mahamud


বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।


তোমার হাসি খুশি তে সাজাই
আনমনে ইচ্ছে মতো
তুমি ছাড়া বোঝেনা কিছুই মন আমার সেতো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

কোনো কিছুই লাগে না ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর তোমায় এতো ভালো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

Amar Kache Tumi Onnorokom 

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন

Lyric & tune : Tasrif


আমার কাছে তুমি মানে সাত রাজার ধন
আমার কাছে তুমি মানে অন্যরকম
আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি
তাই দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার কাছে তুমি মানে আমার সব কিছু
তাই পাগলের মত ছুটি তোমার পিছু
আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা
নাহ দেখিলে মুখটা তোমার মন হয় উতালা
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার কাছে বন্ধু তুমি রাইতে ধ্রুব তারা
তোমায় আমি রাইত জাগিয়া দেই বন্ধু পাহাড়া
আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ
কত্ত ভালোবাসি তোমারে জানেনারে কেউ
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আম
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

amar kache tumi mane

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।



অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা (বন্ধু)
অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে (বন্ধু)
জিন্দা থাকতে না ডাকিলে ও মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা (দয়াল)
দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

amito vala na, vala loiyai thaiko


তুই ভালো না মেয়ে

Lyric, Tune & Singer : Meraj Tushar

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
ভালোর মুখোশ পড়ে ছিলি, চেনা গেল না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
চারদিকে তোর শূণ্য দশা,
আমি পাশে ছিলাম ।
নিজের মুখে বলেছিলি,
নতুন জীবন পেলাম ।
আমার আকাশ রঙিন যখন ব্যথারও নীলে
পাখি রে তুই গেলি ছেড়ে, অসহায় ফেলে ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
কেমন করে ঘুম আসে তোর, দিয়ে ছলনা ।

আমায় মন্দ বলে গেলি, কোন সে সুখের নীড়
আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর ।
বারেবারে বলেছিলি, সব অনুভব আমি
মিথ্যে অনুভবের শিকার, কাঁদতে হবে জানি ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, খবর নিলি না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ।

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।

tui valo na meye

তোর মনের পিঞ্জিরায়

Main Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo




আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

জ্বলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

Tor Moner Pinjiray
 

শনিবার, ৩ আগস্ট, ২০১৯

ও পরানের পাখিরে



ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে
শূণ্য করলি খাঁচাটা
তোরে ছাড়া আন্ধারে কি করে থাকিরে
বুঝলিনা মনের জ্বালাটা।।

চুপি চুপি আজো শুনি তোর সে মধুর সুর
কান পাতিয়া
কাছাকাছি আজো থাকে তোর সে প্রেমের গান
রাত জাগিয়া।।
তুইযে আমার প্রেমের চিরসাথী
তোরে পরাবো বলে মালা গাঁথিরে


মনে মনে আজো ডাকি তোর সে মধুর
সে নাম ধরিয়া
দিবানিশী আজো খুঁজি তোর সে মিলন ক্ষণ
প্রাণ জুড়িয়া।।
তুই যে আমার পোড়া মনের বাঁশি
তোরে এখনও তাই ভালবাসিরে

—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
এ্যলবাম : তুমি আমার ভালোবাসা’ ৯৩

মৌচাক মার্কেটে হলো দেখা


কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ




মৌচাক মার্কেটে হলো দেখা

নিউ মার্কেটে হলো পরিচয়

রমনা পার্কে বসে গাছের ছায়ায়

মনটা করেছি বিনিময়


মহিলা সমিতির থিয়েটারে

কত না নাটক দেখেছি

চাংপাই চাইনিজ রেস্তোরায়

কত না গল্প করেছি

দু’জনার দুটো মনে ছিলো নাতো ভয়

মনটা করেছি বিনিময়





সংসদ ভবনের খোলা মাঠে

কত না বিকেল কেটেছে

ক্রিসেন্ট লেকে বসে দেখে তোমায়

কত না ভালো লেগেছে

দেখে দেখে সবভুলে দিয়েছি হৃদয়

মনটা করেছি বিনিময়


—————–

নাই টেলিফোন নাইরে পিয়ন

শিল্পী: পাপিয়া সারোয়ার.

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম
বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম।।
শিমূল যদি আমি হইতাম শিমূলের ডালে
শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে
বিধিরে কেনরে নারী হইতে গেলাম।।
গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা
কার দেওয়া রাখি হইল আমারও জ্বালা
সখীরে কেনরে ভালোবেসেছিলাম।।

কুসুম কলি

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

তুমি ছিলে না যখন


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ ছবি- স্ত্রী

তুমি ছিলে না যখন—
তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

রঙে রঙে ভরা, এই যে পৃথিবী তুমি আছো বলে,
এতো আসা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে।
ওগো তুমি আমার শুধু তুমি আমার,
শত অনুরাগের জোছনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

আমি চেয়ে থাকি মুখদ্দ নয়নে, তোমার চোখের পানে,
যতো কথা আছে বন্দু তোমাকে বলি গানে গানে।
আমি তোমার বুকে, রবো চিরো সুখে,
ওগো এইতো আমার সাধনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।।

আমি হবো পর যেদিন আসবে রে তোর বর


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ ছবি- দুই পয়সার আলতা



আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে মায়ের বুকে সুখে দুঃখে নানা রঙের দিন,

সে তো রয়না চিরদীন,

ওরে খেয়ায় খেলায় যায় যে বেলা ফুরায় সুখের দিন,

থাকে ভালোবাসার ঋণ।


ওরে চাঁদের কণা আমার লক্ষ্মী সোনা,

দিনে দিনে বড় হবি আসবে শুভদিন।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে স্নেহের বাধন যায় ছিড়া চোখের পলোকে,

সে যে থাকে অলোকে।

যেমন চাঁদের আলো যায় না ডাকা মেঘের পালোকে,

সে যে থাকে আলোকে।


ওরে মায়ের আদর থাকে জীবন ও ভর,

সন্তানেরা দুঃখ দিলেও হয় না মলিন।


আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

আহমেদ ইমতিয়াজ বুলবুল

প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীরমুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই।

১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ ছবিতে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
বুলবুল অসংখ্য গানে সুর করেছেন, যার অধিকাংশ গানই তার নিজের রচিত।

তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গান হলো:

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সেই রেল লাইনের ধারে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘ও আমার আট কোটি ফুল দেখ গো মালি’, ‘মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না’, ‘একতারা লাগে না আমার দোতারাও লাগে না’, ‘আমার সারাদেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘আমি তোমারি প্রেমও ভিখারি’, ‘ও আমার মন কান্দে’ এবং ‘ও আমার প্রাণ কান্দে’।
এই তালিকায় আরও রয়েছে: ‘আইলো দারুণ ফাগুনরে’, ‘আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা’, ‘আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো’, ‘আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে যেন পেয়েছি’, ‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়’, ‘কত মানুষ ভবের বাজারে’, ‘তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে’, ‘বাজারে যাচাই করে দেখিনি তো দাম’, ‘আম্মাজান আম্মাজান’, ‘স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি’, ‘আমার জানের জান আমার আব্বাজান’, ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানে’, ‘এই বুকে বইছে যমুনা’, ‘সাগরের মতই গভীর আকাশের মতই অসীম’, ‘প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা বিধুর’, ‘আমার সুখেরও কলসি ভাইঙ্গা গেসে লাগবে না আর জোড়া’, ‘পৃথিবীর জন্ম যেদিন থেকে’ ও ‘তোমার আমার প্রেম সেদিন থেকে’।
অন্য গানগুলো হলো- ‘পড়ে না চোখের পলক’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘কী আমার পরিচয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’, ‘তোমার আমার প্রেম এক জনমের নয়’, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ’, ‘জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন’, ‘ঘুমিয়ে থাকো গো স্বজনী’, ‘আমার হৃদয় একটা আয়না’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘বিধি তুমি বলে দাও আমি কার’, ‘তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা’, ‘তুমি আমার এমনই একজন’ এবং ‘যারে এক জনমে ভালবেসে ভরবে না এ মন।’
এই তালিকায় আরও রয়েছে- ‘উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল’, ‘কোন ডালে পাখিরে তুই বাঁধবি আবার বাসা’, ‘একাত্তুরের মা জননী কোথায় তোমার মুক্তিসেনার দল,’ ‘বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়’, ‘আমায় অনেক বড় ডিগ্রি দিসে’, ‘এই জগৎ সংসারে তুমি এমনই একজন’, ‘জীবন ফুরিয়ে যাবে ভালবাসা ফুরাবে না জীবনে’, ‘পৃথিবীতো দু দিনেরই বাসা দুদিনেই ভাঙে খেলাঘর’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ওগো সাথী আমার তুমি কেন চলে যাও’, ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন’, ‘একদিন দুইদিন তিনদিন পর’, ‘তোমারি ঘর হবে আমারি ঘর’, ‘চতুর্দোলায় ঘুমিয়ে আমি ঘুমন্ত এক শিশু’, ‘চোখের ভেতর কল বসাইছে’, ‘আমার জীবন নায়ে বন্ধু তুমি প্রাণের মাঝি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘নদী চায় চলতে তারা যায় জ্বলতে’, ‘আকাশটা নীল মেঘগুলো সাদা সাদা’, ‘আমার তুমি ছাড়া কেউ নেই আর’, ‘শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে আবার কেন পিছু ডাকো’, ‘চিঠি লিখেছে বউ আমার’, ‘মাগো আর নয় চুপি চুপি আসা’ ইত্যাদি।