Bhupen Hazarika লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bhupen Hazarika লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

আমি ভালোবাসি মানুষকে

ভূপেন হাজারিকা

আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে
নতুন জীবনের সন্ধান পাবার জন্যে
মিলে মিশে যাই এসো জনতার এই মহারন্যে
সহস্র প্রাণেরো স্বপ্ন মিছিল নিয়ে নবীন দিগন্ত ডাকে….
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
সময়ের স্রোতে ভেসে আসা এই ছোট্ট জীবন নিয়ে
কি হবে বলো না প্রেমেরও বাধনে নিজেকে হারিয়ে দিয়ে
প্রেমেরই স্বর্গ খুজেছি আমরা এতদিন
মানুষের পৃথিবীতে হয়ে আছে চিরদিন সেতো লীন
যন্ত্রনা পেরিয়ে বঞ্চনা এরিয়ে
সূর্যতারি ছবি আঁকে আঁকে আঁকে
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে

হে দোলা হে দোলা


শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকার,গীতিকারঃ ভুপেন হাজারিকা


হে দোলা হে দোলা হে দোলা
আঁকা-বাঁকা পথে মোরা
কাঁধে নিয়ে ছুটে যাই
রাজা মহারাজাদের দোলা, ও দোলা
আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের
বিনিময়ে পথ চলে দোলা, হে দোলা
হেইয়ানা হেইয়ানা
হেইয়ানা হেইয়া।।
দোলার ভিতরে ঝলমল করে যে
সুন্দর পোষাকের সাজ
আর ফিরে ফিরে দেখি তাই
ঝিকমিক করে যে মাথায় রেশমের তাজ
হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে
একটুও জামা নেই খোলা
দু’চোখে জল এলে মনটাকে বেঁধে যে
তবুও বয়ে যায় দোলা হে দোলা।।
যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি
দেহ ভেঙ্গে ভেঙ্গে পরে হো পরে।
ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের
আমাদের ঘাম ঝরে পড়ে হো পড়ে
উঁচু ঐ পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই
ভালো করে পায়ে পা মেলা
হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে
আর দোলা যাবে নাকো তোলা
রাজা মহারাজার দোলা
বড় বড় মানুষের দোলা
ও দোলা আঁকা-বাঁকা পথে মোরা
কাঁধে নিয়ে ছুটে যাই
রাজা-মহারাজাদের দোলা
হে দোলা হে দোলা হে দোলা
হে দোলা।।

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

বিমূর্ত এই রাত্রি আমার

শিল্পীঃ আবিদা সুলতানা
সুরকার,গীতিকারঃ ভূপেন হাজারিকা

বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাজে ভাজে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

কামনার গোলাপ রাঙা
সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা,
আনে শ্রাবণ, ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

ঝরে পড়ে ফুলেরমত
মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর,
যেন ছড়ায় আতর।
পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।


নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে,
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে
থাক না বাধার পাথর।
কোমল আঘাত, প্রতি-আঘাত,
কোমল আঘাত, প্রতি-আঘাত,
রাত্রি নিথর কাতর।


দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর।
সেই সাগরের স্রোতেই আছে
নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।
bimurto ei ratri 
Abida Sultana

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

মানুষ মানুষের জন্য


মানুষ মানুষের জন্য


জীবন জীবনের জন্য


একটু সহানুভূতি কি


মানুষ পেতে পারেনা


ও বন্ধু ।।


মানুষ মানুষকে পণ্য করে


মানুষ মানুষকে জীবিকা করে


পুরনো ইতিহাস ফিরে এলে


লজ্জা কি তুমি পাবেনা


ও বন্ধু ।।


বলো কি তোমার ক্ষতি


জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে


দুর্বল মানুষ যদি ।


মানুষ যদি সে না হয় মানুষ


দানব কখনো হয়না মানুষ


সেই দানব কখনো বা হয় মানুষ


লজ্জা কি তুমি পাবেনা


ও বন্ধু ।।

Bhupen Hazarika (
( ভূপেন হাজারিকা )
manush manusher jonno