অন্যরকম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্যরকম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

কাম্রুজ্জামান রাব্বি 

অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা (বন্ধু)
অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে (বন্ধু)
জিন্দা থাকতে না ডাকিলে ও মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা (দয়াল)
দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

ami to vala na vala loiyai

অপরাধী পোলা

টুম্পা খান

একটা সময় তোরে দেখে স্বপ্ন বুনিতাম
তোরে নিজের থেকেও বড় বেশি ভরসা করিতাম
একটা সময় তোরে দেখে স্বপ্ন বুনিতাম
তোরে নিজের থেকেও বড় বেশি ভরসা করিতাম
তোরে একটা নজর দেখার জন্য ছাদে দারাইতাম
আমি তোর পিছোনে কত সময় নষ্ট করিতাম
ওরে মিথ্যা কথা বলে বাসায় দিতাম তোরে টাইম
এখন তুই আমারে দেখলে বলস আমারে চিনোস নাই
আরে কত বকা শাস্তি পেয়েও সজ্জ করছি রে
এখন নতুন মানুষ পাইয়া তুই ভুইলা গেলিরে
পোলা ও পোলা রে তুই অপরাধী রে
আমার নষ্ট হওয়া সব কয়টা দিন দে ফিরাইয়া দে
আমার হৃদয় ভাঙ্গার দুঃসাহস
তুই পাইলি কোথায় রে
পোলা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে
রে রে রে রে রে রে রে রা রি রে
রে রে রে রে রে রা রি রে রে রা রি রে
রে রে রে রে রে রে রে রা রি রে।
রে রে রে রে রে রা রি রে রে রা রি রে

তোর জন্য হাত পুড়াইয়া রান্না করিতাম
আর টিউশনের সব টাকা জমায় গিফট কিনিতাম
না ঘুমাইয়া কবিতা লেইখা তোরে পাঠাইতাম
তোর বেসুরা গান শোনার আশায় ছটফট করিতাম
এখন চোখের নিচে কালি আমার ঘুমতো আসে না
শত চাইলেও তোর কথার আর ভুলতে পারিনা
সঙ্গীর সাথে নেই তো কেউ আর
সব কুল হারাইলাম
আর কলঙ্কিনী হইয়া আমার কপাল পোড়াইলাম
পোলা ও পোলা রে তুই অপরাধী রে
আমার নষ্ট হওয়া সব কয়টা দিন দে ফিরাইয়া দে
আমার হৃদয় ভাঙ্গার দুঃসাহস
তুই পাইলি কোথায় রে
পোলা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে
রে রে রে রে রে রে রে রা রি রে
রে রে রে রে রে রা রি রে রে রা রি রে
রে রে রে রে রে রে রে রা রি রে।
রে রে রে রে রে রা রি রে রে রা রি রে


অপরাধী

গীতিকার আরমান আলিফ


একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মনপিঞ্জরায় যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসিমুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম
ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তোরে ঠাই
এখন তোর মনেতেই আমার জণ্য কোন জায়গা নেই
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে
তুই যারে যা উইড়া যা রে অন্য খাচাতে
ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে
তোরে স্কুল পলাই একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম
ওরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গান এর ই সুরে তোরে খুজিয়া লইতাম
অহন একলা একা সময়গুলা কাটাই কেমনে
এত ভালবাসার পরেও আমার কম কি ছিল রে
রোজ রাইতে বেলা জোনাকা পোকা কানে কানে কয়
দেইখা ল রে তৃভূবনে কেউ তো কারো নয়
ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে
তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এহন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
তোর হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভীর জমায় না।
এহন তারার মত জ্বলে নেভে কষ্টগুলা রে
আমি গীটার এর সুর সাথে লইয়া ভালোই আছি রে
রোজ রাইতে বেলা জোনাকা পোকা কানে কানে কয়
দেইখা ল রে তৃভূবনে কেউ তো কারো নয়

ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে

oporadhi