মনি কিশোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মনি কিশোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

সেই দুটি চোখ

মনি কিশোর


সেই দু’টি চোখ কোথায় তোমার
যেই দুটি চোখ দিয়ে
প্রথম আমারে তুমি দেখেছ
সেই দুটি হাত কোথায় তোমার
যেই দুটি হাত দিয়ে
ইশারাতে তুমি কত ডেকেছ
রেখেছিলে তুমি হাত এই হাতে
ঘুরেছি দুজনে জোছনা রাতে
ভুলে কি গেছ তুমি সেই কথাটি
যে কথাটি চুপি চুপি কানে কানে বলেছ
সেই দুটি চোখ কোথায় তোমার
যেই দুটি চোখ দিয়ে
প্রথম আমায় তুমি দেখেছ
সেই দুটি হাত কোথায় তোমার
যেই দুটি হাত দিয়ে
ইশারাতে তুমি কত ডেকেছ
চোখে তুমি স্বপ্ন এঁকে কত রাখতে
বকুলের মালা কত গেঁথে তুমি রাখতে
মনে কি পড়ে না সেই ফুলে ভরা পথটি
যেই পথ দিয়ে তুমি হাত ধরে কত আমার চলেছ
.......................................................

shei duti chokh

তুমি তো আমায় ভালোবাসোনি



তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছ চোখের জল ঝরাতে
আমার হৃদয় ভেঙে দিয়ে
চেয়েছ আমায় দূরে সরাতে
নেইতো আগের মত তুমি
ইশারাতে কাছে আর ডাকো না
আমার দুটি হাত টেনে নিয়ে
তোমার বুকের মাঝে রাখোনা
ঝরে গেছে গাঁথা মালা
পারিনি তোমায় তাই পরাতে
আজো আমি একা একা বসে
রঙে রঙে কত ছবি আঁকি
তোমার আশায় আজো একা একা
ফুলের বাসর আমি সাজিয়ে রাখি
জানিনা পারবো কবে সে বাসর আমি সাজাতে
—————
মনি কিশোর
tumito amay valobashoni

অনেক কেঁদেছি আমি



অনেক কেঁদেছি আমি
তোমায় ভালোবেসে
অনেক হারিয়েছি আমি
তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে
কোনখানে…
সাজানো সুখের ঘরে
আগুন তুমি যে দিলে
জানিনা কি সুখ
খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি
পাইনা খুঁজে মানে
আজো মনে উঁকি দেয়
তোমার প্রথম লেখনি
জলে ভরে ওঠে
দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি
ফিরে যাওয়া পথ পানে
——————
মনি কিশোর
onek kedesi ami