আগুন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আগুন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ মার্চ, ২০১৭

জীবনের সব সুখ কেড়ে নিয়ে

শিল্পীঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি
সুরকারঃ আলী আকবর রুপু
গীতিকারঃ বাকীউল আলম

 
এই জীবনের সব সুখ কেড়ে নিয়ে তুমি সুখে আছ
এই হৃদয়ের সব আশা ভেংগে দিয়ে দূরে চলে গেছ
কী নিয়ে বেঁচে রবো একবারও তুমি যে ভাব নি
শত অনুনয় করেছি তোমাকে
তুমি তো রাখ নি ………
সুখেরই আশায় স্বপ্ন সাজাতে
চেয়েছে তোমায় এই মন
বুঝিনি তো আগে
মিথ্যে আবেগে
করেছ তুমি প্রহসন
কোন পিছু টানে আমি তোমায় পারিনি তো ফেরাতে
বিরহের ভালবাসা দিয়ে পারিনি তো জড়াতে
তোমাকে তো-মা-কে………
আভিমান নেইতো
নেইতো অভিযোগ
একটাই দুঃখ এ বুকে
এত কাছে এসে
এত ভালবেসে
চিনতে পারিনি তোমাকে
কী ভেবে তুমি এমন করে বদলে গিয়েছ
কী সুখের আশাতে এভাবে ফিরিয়ে দিয়েছ
আমাকে আ-মা-কে ………
এই জীবনের সব সুখ কেড়ে নিয়ে তুমি সুখে আছ
এই হৃদয়ের সব আশা ভেংগে দিয়ে দূরে চলে গেছ
কী নিয়ে বেঁচে রবো একবারও তুমি যে ভাব নি
শত অনুনয় করেছি তোমাকে
তুমি তো রাখ নি ………

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

এখন তো সময় ভালোবাসার


শিল্পীঃ রুনা লায়লা ও আগুন
অ্যালবামঃ কেয়ামত থেকে কেয়ামত
গীতিকারঃ আলম খান


এখন তো সময় ভালোবাসার
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা আমিও যে একা
লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়।।
পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো আভিমানে।
আমি তোমারই ও বুকের ****।।
কী ছোয়া আমাকে দিলে তুমি
রাত দিন তোমাকে ভাবি আমি।
কেন বোঝ না প্রেমেরও পাগলামি।।

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

বাবা বলে ছেলে নাম করবে


শিল্পীঃ আগুন
ছায়াছবি: কেয়ামত থেকে কেয়ামত
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির

বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।।
বাবা বলে ছেলে নাম করবে
এখানে যত বন্ধুরা আছে
একই আশা সবার বুকে।।
আজ ওরা ভাবেন
কাল কে কি হবে
একই স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে
শুধু এ কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে
আমারই স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা।।
গালেতে গোলাব নয়নে যাদু
রাংগা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমার চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে